loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রেললাইন ও সেতু আধুনিকায়ন করা হবে: প্রধানমন্ত্রী


রেললাইন ও সেতু আধুনিকায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রেললাইন ও রেলসেতুগুলো আধুনিকায়ন এবং মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেছেন, সরকার বৈদ্যুতিক ও উচ্চ গতিসম্পন্ন ট্রেন চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী বুধবার (১৭ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে নতুন আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস উদ্বোধনকালে এ-কথা বলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শেখ হাসিনা বলেন, “রেলখাতের উন্নয়নের জন্য শুধু নুতন বগি ও ইঞ্জিন সংগ্রহ করলেই হবে না। পাশাপাশি রেললাইন ও সেতুগুলোরও আধুনিকায়ন ও উন্নয়ন করতে হবে।” 

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নেড়ে ও বাঁশি বাজিয়ে ট্রেনটি উদ্বোধন করেন।

তিনি বলেন, রেল সেবাকে দ্রুততম ও আরামদায়ক করতে বর্তমান সরকার দ্রুতগতি সম্পন্ন ট্রেনের পাশাপাশি বৈদ্যুতিক ট্রেন চালু করার পরিকল্পনা করেছে। তিনি আরও বলেন, “উন্নয়নের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এ-জন্য রেলসেবাকে আধুনিকায়ন ও গতিশীল করার পাশাপাশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য।”

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চাপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত ঢাকা-রাজশাহী রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’উদ্বোধন করেন। এর আগে গত ২৫ এপ্রিল তিনি উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে রেল যোগাযোগ বাড়াতে এই ট্রেনসেবা চালু করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সড়ক, নৌ ও বিমানপথের যেমন উন্নয়ন করেছে, ঠিক তেমনি বিশেষ বরাদ্দের মাধ্যমে একটি আলাদা রেল মন্ত্রণালয় গঠন করেছে। তিনি বলেন, “দেশে এমন অনেক মানুষ আছেন যাঁরা রেললাইন দেখেনি; আমরা রেললাইনকে তাঁদের কাছে নিয়ে যাচ্ছি এবং এভাবে আমরা রেল নেটওয়ার্ক তৈরি করছি।”

শেখ হাসিনা রেললাইনের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদেরকে আধুনিক ট্রেন পরিচালনায় দক্ষ করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, রেলওয়ের পরিষেবার পাশাপাশি এর ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন ইঞ্জিন, কোচ ও নতুন জনশক্তি নিয়োগ করতে হবে।

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “এডিবি সবসময় দেশের উন্নয়নে পাশে থেকেছে, বিশেষ করে রেলওয়ের জন্য। তিনি বলেন, “রেলওয়েকে নতুন জীবন দেয়ার জন্য আমি এডিবিকে ধন্যবাদ জানাই।”

শেখ হাসিনা বলেন, যমুনা নদীর বঙ্গবন্ধু সেতুতে রেললাইন চালু করে সরকার সেতুটিকে বহুমুখী করে তুলেছে।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা নদীতে দেশের বৃহত্তম সেতু নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন, ভাঙ্গায় একটি রেলওয়ে জংশন নির্মাণ করা হবে এবং ফরিদপুর হয়ে যশোর পর্যন্ত রেল নেটওয়াার্ক বিস্তৃত করা হবে। এর ফলে ঢাকা-বেনাপোল রুটে দূরত্ব ১৮০ কিলোমিটার কমে যাবে এবং ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত ভ্রমণের সময়ও কমবে প্রায় ৪-৫ ঘণ্টা।

নতুন ট্রেন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন ঈদ-উল-আজহার আগে রাজশাহী ও খুলনা বিভাগের জনগণের জন্য এটি তাঁর সরকারের উপহার।

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেন সার্ভিস সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, দেশে আমের মৌসুম চলছে। আম চাষীরা সম্প্রসারিত এই ট্রেন সার্ভিসের মাধ্যমে লাভবান হবেন। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ থেকে সহজেই আম বাজারজাত করতে পারবেন।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও এডিবি’র আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে রেলখাতের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ও চাপাইনবাবগঞ্জ প্রান্তের জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিদিন ‘বেনাপোল এক্সপ্রেস’-এর এক জোড়া ট্রেন ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। এরমধ্যে যাত্রাপথে ঈশ্বরদী, যশোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতির কথা রয়েছে।

৮৯৬টি আসন ও ১২টি কম্পার্টমেন্ট সমৃদ্ধ টেনটি প্রতিদিন সকাল সাড়ে ১১টায় বেনাপোল থেকে ছেড়ে এসে সন্ধ্য সাত নাগাদ ঢাকায় পৌঁছবে এবং রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে ছেড়ে সকাল আটটা নাগাদ বেনাপোল পৌঁছুবে।

ট্রেনের টিকিটের মূল্য শোভন চেয়ার শ্রেণীর জন্য ৫০০ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত আসনের জন্য এক হাজার টাকা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের জন্য ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Loading...