loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) ৪৩তম প্রয়াণ দিবস আজ। তিনি বিদ্রোহী কবি, প্রেমেরও কবি। বাংলাদেশের রণসঙ্গীত ‘চল চল চল’-এর রচয়িতা তিনি।

কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে) অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। ছোটবেলায় পিতৃহারা হন নজরুল। এরপর কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে। তবে, বাংলার সাহিত্যে দোর্দণ্ড প্রতাপেই আত্মপ্রকাশ করেন কবি নজরুল।

নজরুল বাংলা সাহিত্যের গতিপথ পাল্টে বিদ্রোহ-প্রতিবাদ-প্রতিরোধের ধারা তৈরি করেন। উন্নত কণ্ঠে উচ্চারণ করেন সাম্য ও মানবতার কথা। ধ্যান-জ্ঞান, নিঃশ্বাস-বিশ্বাস, চিন্তা-চেতনায় তিনি সম্প্রীতির কবি, অসাম্প্রদায়িকতার কবি।

নজরুলের সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে প্রেম, মুক্তি ও বিদ্রোহ। তিনি তাঁর কাব্যে ধর্মীয় ভেদাভেদ ভাঙার ঘোষণা দেন। ছোটগল্প, উপন্যাস, নাটক লিখলেও কবি হিসেবেই  বেশি পরিচিত নজরুল। ইসলামী-সঙ্গীত রচনা করে বাংলা-কাব্যে এক নতুন ধারার জন্ম দেন তিনি। 

বিভিন্ন সূত্র অনুযায়ী, নজরুল তিন সহস্রাধিক গান রচনা ও সুর করেছেন। উনিশ শতকের প্রথমভাগে রচিত নজরুল-সঙ্গীত সবসময়ই আধুনিক ও প্রাসঙ্গিক। অনুমান করা হয়, যথাযথ সংরক্ষণের অভাবে নজরুলের বহু গান হারিয়ে গেছে।

রাজধানীর পিজি হাসপাতালের (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) কেবিনে ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রে নজরুল চলে যান না-ফেরার দেশে। নজরুলের জীবনকাল ৭৭ বছর, তবে সৃষ্টিশীল ছিলেন ২২ বছর। তাঁর এই ২২ বছরের সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ।

নজরুলে প্রয়াণ দিবস স্মরণে বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে নজরুলের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশাল, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে সরকারিভাবে অনুষ্ঠান করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নজরুল সমাধিসৌধে জাতীয় কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে আজ। 

বলা বুহুল্য, কবিকে স্মরণ করা হবে ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ঢাকার ধানমন্ডিতে অবস্থিত কবি নজরুল ইনস্টিটিউটেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধি ছেয়ে যাবে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসার ফুলে-ফুলে, প্রতি বছরের মতোই।

Loading...