loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ইউএস ওপেন: দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ-সেরেনা


ইউএস ওপেন: দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ-সেরেনা

ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। সোমবার (২৬ অগাস্ট) প্রথম পর্বের বাধা পেরিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়াম্সও।

পুরুষদের এককে ৩৮ বছর বয়সী ফেদেরার প্রথম রাউন্ডে হারিয়েছেন ভারতের সুমিত নাগালকে। প্রথম সেটে অপ্রত্যাশিতভাবে হেরে গেলেও শেষ পর্যন্ত ৪-৬, ৬-১, ৬-২ ও ৬-৪ গেমে জিতেছেন তিনি। ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার এরপর মুখোমুখি হবেন বসনিয়া-হার্জেগোভিনার দামির জমুরের।

অন্যদিকে, সহজেই ম্যাচ জিতেছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। তিনি ৬-৪, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের রবার্তো কারবায়েস বায়েনাকে। পরের রাউন্ডে আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও লন্ডেরোকে মোকাবেলা করবেন ১৬টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকোভিচ।

নারী এককে মারিয়া শারাপোভাকে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিয়েছেন সেরেনা উইলিয়াম্স। প্রায় একপেশে ম্যাচে তিনি মাত্র ৫৯ মিনিটেই পরাজিত করেন প্রতিদ্বন্দ্বীকে। ৩৭ বছর বয়সী সেরেনা ম্যাচ জিতেছেন ৬-১, ৬-১ গেমে।

৩২ বছরের শারাপোভা বরাবরই ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনার প্রিয় প্রতিপক্ষ। এই রাশিয়ান তারকার বিপক্ষে সেরেনার এটি টানা উনবিংশ জয়।

Loading...