loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনা-বার্তি, ভেনাসের বিদায়


ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনা-বার্তি, ভেনাসের বিদায়

ইউএস ওপেন টেনিসের নারী এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্তি ও অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়াম্স। তবে, চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে সেরেনার বড় বোন অবাছাই ভেনাস উইলিয়াম্সকে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

চতুর্থ রাউন্ডে নিজের প্রথম সেটেই অবাছাই যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসের বিপক্ষে জয় পান বার্তি। ৬-২ গেমে সেটটি জেতেন তিনি। তবে পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তাই, টাইব্রেকারে গড়ায় সেটটি। কিন্তু সেখানেও জয় পান বার্তি। ৭-৬ (৭/২) গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচের ইতি টানেন তিনি। প্রায় দুই ঘন্টা তিন মিনিট স্থায়ী ছিল ম্যাচটি।

বার্তি দুই সেটেই জিতলেও, জিততে ঘাম ঝড়াতে হয়েছে সেরেনাকে। তাঁরই স্বদেশি অবাছাই কাটি ম্যাকনালির কাছে প্রথম সেটেই হার মানেন সেরেনা। ৭-৫ গেমে সেটটি জেতেন ম্যাকনালি। যাহোক, এখানেই শেষ হয় ম্যাকনালির চমক। পরের দুই সেট জিতে ম্যাচ শেষ করেন সেরেনা। ৬-৩ ও ৬-১ গেমে শেষ দুই সেট জেতেন তিনি।

এক ঘন্টা ৫২ মিনিট সময় ব্যয় করে ম্যাচ জয় করা সেরেনা বলেন, “প্রথম সেটে ভালো খেলেছে ম্যাকনালি। গুছিয়ে নিতে আমার সময় লেগেছে। তবে, নিজের পারফরমেন্সে আমি খুশি। তারপরও আরও উন্নতি করতে হবে।”

পঞ্চম বাছাই ইউক্রেনের ইলিনা সভেতলিনার কাছে হার মেনেছেন ভেনাস। ৬-৪ ও ৬-৪ গেমে ম্যাচটি জেতেন সভেতলিনা।

Loading...