loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ইউএস ওপেন: ওসাকার সহজ জয়; বার্টেন্সের বিদায়


ইউএস ওপেন: ওসাকার সহজ জয়; বার্টেন্সের বিদায়

ইউএস ওপেন টেনিসে নারী এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই জাপানের নাওমি ওসাকা। তবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে সপ্তম বাছাই নেদারল্যান্ডসের কিকি বার্টেন্সকে।

রোববার (১ সেপ্টেম্বর) ফেভারিট হিসেবে হেসেখেলেই জয় পেয়েছেন ওসাকা। অবাছাই আমেরিকার কোকো গোফকে মাত্র ১ ঘন্টা ৫ মিনিট স্থায়ী ম্যাচে ৬-৩ ও ৬-০ গেমে দু’টি সেট জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন ওসাকা।

অন্যদিকে, শক্তির বিচারে বার্টেন্সের চেয়ে বেশ পিছিয়ে ছিলেন ২৬তম বাছাই জার্মানির জুলিয়া জর্জেস। কিন্তু কাগজে-কলমের হিসাবকে বদলে দিয়েছেন জর্জেস। 

প্রথম সেটেই বার্টেন্সকে ৬-২ গেমে পরাজিত করেন জর্জেস। প্রথম সেট হেরে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন বার্টেন্স, কিন্তু জর্জেস সেটি হতে দেননি। আক্রমনাত্মক খেলে দ্বিতীয় সেটও ৬-৩ গেমে জিতে নেন জর্জেস। শেষ পর্যন্ত প্রায় ১ ঘন্টা ১৭ মিনিটে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে কোর্ট ছাড়েন জর্জেস।

Loading...