loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সেমিফাইনালের আগেই টেনিস-সম্রাটের বিদায়


সেমিফাইনালের আগেই টেনিস-সম্রাটের বিদায়

এম এম মঞ্জুর মোর্শেদ 

বলগেরিয়া বনাম সুইটজারল্যান্ডের কোনো ধরনের লড়াই হলে কেউই হয়তো বলগেরিয়াকে জেতাবে না। কিন্তু আজ রাতে সেটা হলো কই? সুইটজারল্যান্ড আজ রাতে আর্থার অ্যাশ টেনিস স্টেডিয়ামে একরকম ধরাশায়ীই হলো বলা যায়।

গিগর দিমিত্রভকে জয়ের পরে দেখে মনে হচ্ছিল, তিনি বোধহয় বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় - দি অল টাইম গ্রেট - রজার ফেদেরারকে হারিয়ে টেনিসের মোক্ষলাভ করেছেন। 

এবারের ইউএস ওপেনে টেনিস-সম্রাটের খেলায় বয়সের ছাপ পড়তে দেখা গেল! কবে, কোনকালে ফেদেরার ৬১ টা আনফোর্সড্ এরর করেছেন?

অভিনন্দন গিগর দিমিত্রভ, বলগেরিয়ানদের আনন্দে ভাসানোর জন্য। আর কে জানে, হয়তো রাফায়েল নাদালই ওঁর পরের শিকার!

Loading...