loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সফ্টঅয়্যার প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে


সফ্টঅয়্যার প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ পরিচালক বাণিজ্য সংগঠনের কার্যালয় থেকে সম্প্রতি সফ্টওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানসমূহের জন্য আবশ্যিকভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফ্টঅয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সদস্যপদ নিশ্চিতকরণবিষয়ক পরিপত্র জারি করা হয়েছে। 

পরিপত্রে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ১৩ ধারার বিধানমতে, এখন থেকে সফ্টওয়্যার খাতের সকল ব্যবসা প্রতিষ্ঠানের আবশ্যিকভাবে বেসিস-এর সদস্যপদ গ্রহণ করতে হবে। সফ্টঅয়্যার প্রতিষ্ঠানের বেসিস-এর সদস্যপদ আছে কি-না তা এখন থেকে সকল ক্ষেত্রে যাচাই করা হবে। 

এ-প্রসঙ্গে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর গণমাধ্যমে বুধবার (৪ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে একযোগে কাজ করে যাচ্ছে বেসিস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এবং বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। তাই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে একজোট হয়ে এ-খাতের উন্নয়নে কাজ করে যাবে বেসিস।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ পরিচালক বাণিজ্য সংগঠনের কার্যালয় থেকে এই পরিপত্র জারির জন্য বেসিস নির্বাহী পরিষদের পক্ষে তিনি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

Loading...