loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই


জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট এমারসন মানানগাগওয়া এই ঘোষণা দেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এক বার্তায় রাষ্ট্রপাতি এমারসন মানানগাগওয়া বলেন, “আমি অত্যন্ত দু:খের সাথে ঘোষণা করছি যে জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা পিতা ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই।”

“মুগাবে জিম্বাবুয়ের মুক্তির প্রতীক ছিলেন। দেশের স্বাধীনতা ও জনগণের ক্ষমতায়নের জন্য আফ্রিকানবাদী এই নেতা তাঁর জীবন উৎসর্গ করেছেন। আমাদের দেশ ও মহাদেশের ইতিহাসে তাঁর অবদানের কথা কখনো অস্বীকার করা যাবে না। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

রবার্ট মুগাবে ১৯৮০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কঠোর-হাতে জিম্বাবুয়ে শাসন করেছেন। সাবেক এই গেরিলা নেতা ১৯৮০ সালের নির্বাচনের জিতে জিম্বাবুয়ের ক্ষমতায় আসেন। সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে ২০১৭ সালে তিনি চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হন।

Loading...