loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

রাফায়েল নাদালের চতুর্থ ইউএস ওপেন জয়


রাফায়েল নাদালের চতুর্থ ইউএস ওপেন জয়

এম এম মঞ্জুর মোর্শেদ

এটা কি ছিল রাফা! অভিনন্দন মিঃ র‍্যালি মাস্টার, ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইতিহাস আরেকবার প্রায় রচিত হয়েই যাচ্ছিল; মেদভেদেবের প্রথমে অসাধারণ ডিফেন্স, পরে অসাধারণ অ্যাটাক, আর বুদ্ধিমত্তার জন্য। কিন্তু সবাই কী আর নোভাক জোকোভিচ হতে পারে? পারে না বলেই রাফা পঞ্চম সেটে ফিরে আসে, আর নিজের চতুর্থ ইউএস ওপেন জিতে নেয়।

৩৩ বছরের রাফাকে রোববার (৮ সেপ্টেম্বর) যেন একটু বেশিই ক্লান্ত মনে হচ্ছিল। কিন্তু অভিজ্ঞতা আর শেষ অবধি লড়াইয়ের মানসিকতা ২৪ বছরের রাশানকে বোঝালো - নেটের উল্টােদিকে ছিল দুনিয়ার দ্বিতীয় সেরা টেনিস খেলোয়াড়।

রাফায়েল নাদাল-দানিল মেদভেদেবের ইউএস ওপেন ফাইনাল ম্যাচ দেখে বিমোহিত, শিহরিত - না-কি রোমাঞ্চিত হয়েছি, ঠিক বুঝতে পারছিনা! তবে যাঁরা এই ম্যাচ দেখেছেন - তাঁরা আসলে প্রায় পাঁচ ঘন্টার একটা ব্লক বাস্টার থ্রিলার দেখেছেন বলা চলে।

রাফা বোধহয় এই ম্যাচের জন্য স্টেডিয়ামে উপস্থিত তাঁর সাপোর্টারদের কাছে বিশেষ কৃতজ্ঞ থাকবেন। কেন? ক্লান্তির সময়ে ওঁদের চিৎকারে রাফা যে বারবার দম নেয়ার সময় পাচ্ছিলেন!

রাফা নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন, কিন্তু আমি বাকি জীবনের জন্য তোমার ফ্যান হয়ে গেলাম।

“দি ডানিল মেদভেদেব”, আগামীর জন্য তোমাকেও অনেক অনেক অভিনন্দন!

Loading...