loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

আইফোন ১১-এর নতুন মডেল উন্মুক্ত করেছে অ্যাপল


আইফোন ১১-এর নতুন মডেল উন্মুক্ত করেছে অ্যাপল

অবশেষে বহু আকাঙ্ক্ষিত আইফোন ১১ উন্মুক্ত করলো অ্যাপল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আগের ধারাবাহিকতায় এবারও নতুন ফোনের তিনটি মডেল উন্মুক্ত করা হয়েছে। মডেলগুলো হলো - আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স। নতুন ফোনগুলো পাওয়া যাবে ছয়টি রংয়ে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

৬.১ ইঞ্চি পর্দার আইফোন ১১-এর রয়েছে লিক্যুইড রেটিনা ডিসপ্লে। ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার হ্যান্ডসেটটি পাওয়া যাবে ছয় রংয়ে, যার মূল্য শুরু হবে ৬৯৯ ডলার থেকে।

ওএলইডি আইফোন ১১ প্রো’র পর্দা হবে ৫.৮ ইঞ্চি এবং আইফোন ১১ প্রো ম্যাক্স-এর পর্দা হবে ৬.৫ ইঞ্চি। নতুন ফোনগুলোর ব্যাটারি আগের ফোনের তুলনায় দীর্ঘস্থায়ী হবে বলে জানিয়েছে অ্যাপল। 

আইফোন ১১ প্রো’র মূল্য ৯৯৯ ডলার থেকে শুরু হবে, এবং আইফোন ১১ প্রো ম্যাক্স-এর মূল্য শুরু হবে ১,০৯৯ ডলার থেকে। দু’টি ফোনেই প্রথমবারের মতাে পেছনে তিন ক্যামেরা বসানো হয়েছে।

আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হবে - যা স্টোরে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর (শুক্রবার)।

স্টিভ জব্স থিয়েটারে এর আগে অ্যাপল ওয়াচের নতুন সিরিজ উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরা হয়, যা আগামী ২০ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।

Loading...