loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের অধিনায়ক সরফরাজই


শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের অধিনায়ক সরফরাজই

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সীমিত ওভার সিরিজে সরফরাজ আহমেদকেই অধিনায়ক হিসেবে বহাল রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পিসিবি’র পক্ষ থেকে এ-তথ্য জানানো হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ইংল্যান্ড বিশ্বকাপে চরম ব্যর্থতার পরে প্রধান কোচ মিকি আর্থারসহ কোচিং স্টাফদের বিদায় করে দেয় পাকিস্তান। এমনকি সরফরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তাঁকেই বহাল রাখলো পিসিবি। গতকালের সংবাদ সম্মেলনে আরও জানানো হয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টােয়ন্টি সিরিজে বাবর আজমকে সহ-অধিনায়ক নিয়োগ করা হয়েছে।

দু’বছর আগে সরফরাজের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করেছিল পাকিস্তান। তবে এর পর থেকে তাঁর নেতৃত্বে ৪৭ ওয়ানডে ম্যাচের ম্যধ্যে পাকিস্তান হেরেছে ২৪টিতে, জিতেছে ২০টি এবং পরিত্যক্ত হয় তিনটি ম্যাচ।

আগামী ২৭, ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর করাচিতে শ্রীলঙ্কা-পাকিস্তান তিন ওয়ানডে এবং ৫, ৭ ও ৯ অক্টোবর লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ হবে।

Loading...