loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

অ্যাশেজ সিরিজ ড্র, তবে ট্রফি অস্ট্রেলিয়ারই


অ্যাশেজ সিরিজ ড্র, তবে ট্রফি অস্ট্রেলিয়ারই

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৯৪ ও ৩২৯
অস্ট্রেলিয়া: ২২৫ ও ২৬৩ (৭৭ ওভার)

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে জিতে সিরিজ বাঁচিয়েছে ইংল্যান্ড। ১৩৫ রানের জয়ে পাঁচ ম্যাচের এই সিরিজটি ২-২ ড্রয়ে শেষ করলো স্বাগতিক দল। তবে নিয়মানুযায়ী ড্র হলে আগের সিরিজে জয়ী দলই ট্রফির দখল নেবে। আর তাই ইংলিশদের মাটিতে সিরিজ ড্র করলেও অস্ট্রেলিয়া ছোট ট্রফিটা দেশেই নিয়ে যাচ্ছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) কেনিংটন ওভালে চতুর্থ দিনে ৩৯৯ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬৩ রানে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস। 

টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতরান করেছেন ম্যাথিউ ওয়েড। তিনি ১৬৬ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১১৭ করে জো রুটের বলে আউট হন। তবে ইংলিশ বোলারদের দাপটে আর কোনো অজি ব্যাটসম্যানই ত্রিশোর্ধ রান করতে পারেননি।

স্বাগতিক বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ চারটি করে উইকেট পেয়েছেন। এছাড়া রুটে ঝুলিতে গেছে দুই উইকেট।

তৃতীয় দিন ৩১৩ রানে আট উইকেট হারিয়ে শেষ করা ইংল্যান্ড চতুর্থ দিন আরও ১৬ রান যোগ করে ৩২৯ রানে অলআউট হয়। অজি স্পিনার নাথান লায়ন চারটি উইকেট শিকার করেন।

ম্যাচ-সেরা হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোক্স। সিরিজ সেরার পুরস্কার উঠেছে পুরো অ্যাশেজে দারুণ ব্যাটিং করা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের হাতে।

Loading...