loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বাদ পড়লেন সৌম্য; ফিরলেন রুবেল, শফিউল, শান্ত


বাদ পড়লেন সৌম্য; ফিরলেন রুবেল, শফিউল, শান্ত

রোববার (১৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টিতে পরাজয়ের পরে ত্রিদেশীয় সিরিজের দলে ব্যাপক অদল-বদল করেছেন নির্বাচকেরা। বাদ পড়েছেন সৌম্য সরকারসহ চারজন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, ডাকা হয়েছে আনকোরা স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। আগে টেস্ট ও ওয়ানডে খেললেও প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পরের দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) - যেখানে বাদ পড়েছেন সৌম্য সরকার; সুযোগ হয়েছে রুবেল হোসেন, শফিউল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত’র।

গত বিশ্বকাপ থেকেই ব্যাটিংয়ের মান ধরে রাখতে পারেননি সৌম্য। এরই ধারাবাহিকতায় ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৪ ও ০ রান। ফলে নির্বাচকরা তাঁর ওপর ভরসা রখেননি। বাদ পড়ার তালিকায় আরও রয়েছেন মেহেদি হাসান মিরাজ, ইয়াসিন আরাফাত ও দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া আবু হায়দার রনি।

পরের দুই ম্যাচে রুবেল, শফিউল ও শান্ত’র সঙ্গে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবকে। শান্ত’র টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে। অবশ্য, কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি নতুন দু’জনও।

ত্রিদেশীয় সিরিজে লিগের প্রথম পর্ব শেষ হলো ঢাকায়। দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ঐদিন স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

প্রথম পর্বে নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়েকে ২৮ রানে ও বাংলাদেশকে ২৫ রানে হারায় আফগানরা। বাংলাদেশ জিতেছে এক ম্যাচে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টাইগাররা তিন উইকেটে জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে। নিজেদের দু’টি ম্যাচই হেরেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।

Loading...