loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ইউভেন্টাসকে রুখে দিলো অ্যাটলেটিকো মাদ্রিদ


ইউভেন্টাসকে রুখে দিলো অ্যাটলেটিকো মাদ্রিদ

বুধবার (১৮ সেপ্টেম্বর) ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে স্পেনের ক্লাব অ্যাটলেটিকোর মাঠে ২-২ গোলে ড্র করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্টাস। এদিন ওয়ান্দা মেত্রোপলিতানোতে চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধে শুরুতে দুই গোল করে এগিয়ে যায় ইউভেন্টাস। তবে হাল ছাড়েনি অ্যাটলেটিকো মাদ্রিদ, দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ম্যাচের শেষ মুহূর্তে সমতাসূচক গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডা-গঞ্জালো হিগুয়াইনদের রুখে দিয়েছে তাঁরা।

৪৮তম মিনিটে এক পাল্টা আক্রমণে হিগুয়াইনের পাস পেয়ে জোরালো শটে বল জালে পাঠান হুয়ান কুয়াড্রাডো (১-০)। অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক নড়াচড়ার সুযোগও পাননি। ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ায় দলটি। এবারও প্রতি-আক্রমণে স্বাগতিকদের রক্ষণভাগ চুরমার করে দেয় তাঁরা। অ্যালেক্স সান্দ্রোর দারুণ ক্রসে ব্লেইস মাতুইদির হেড ওবলাকের শরীরে লেগে জালে জড়ায় (২-০)।

পাঁচ মিনিট পরে ব্যবধান কমায় অ্যাটলেটিকো। হোসে জিমেনেজের হেডে বল পেয়ে গোলপোস্টের খুব কাছ থেকে ফের হেড করে লক্ষ্যভেদ করেন স্টেফান স্যাভিচ (২-১)। 

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইউভেন্টাসকে হতাশ করে সমতা আনে অ্যাটলেটিকো। কিয়েরান ট্রিপিয়ারের কর্নারে হেড করে প্রতিপক্ষ গোলরক্ষক ভইচেখ শেজনিকে পরাস্ত করেন হেক্টর হেরেরা (২-২)।

গত মৌসুমে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল এই দু’দল। প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতে কোয়ার্টারে খেলার জোরালো সম্ভাবনা জাগিয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু দ্বিতীয় লেগে ইউভেন্টাসের রোনাল্ডো পরিস্থিতি পুরো উল্টে দিয়েছিলেন। এই পর্তুগিজ মহাতারকার হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে শেষ আটে পা রেখেছিল তুরিনের বুড়িখ্যাত ক্লাবটি।

বুধবার এই গ্রুপের অন্য ম্যাচে জার্মানির বায়ার লেভারকুসেন নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছে রাশিয়ার লোকোমোটিভ মস্কোর কাছে।

‘এ’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আরেক ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগের মাঠে গোলশূন্য ড্র করেছে তুরস্কের গ্যালাতাসারাই।

‘বি’ গ্রুপে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান রানার্সআপ টটেনহ্যাম হটস্পার। অন্য ম্যাচে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে সার্বিয়ার দল রেড স্টার বেলগ্রেডকে।

‘সি’ গ্রুপে ইউক্রেনের শাখতার দোনেস্কে আতিথেয়তা নিয়ে স্বাগতিক দলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবের মাঠে ০-৪ গোলে হেরেছে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ইতালিয়ান ক্লাব আটলান্টা।

Loading...