loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বার্সাকে হারিয়ে লা লিগার শীর্ষে গ্রানাডা


বার্সাকে হারিয়ে লা লিগার শীর্ষে গ্রানাডা

স্পেনের ফুটবল লিগে আবারও পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এফ. সি. বার্সেলোনা। এবার গ্রানাডার কাছে ০-২ গোলে হেরেই গেছে ক্যাটালান ক্লাবটি। আর ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দুই মৌসুম পরে লা লিগায় ফেরা গ্রানাডা।

শনিবারের (২১ সেপ্টেম্বর) ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না বার্সা-অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে এগিয়ে যায় গ্রানাডা। পেনাল্টি বক্সের কাছ থেকে গোলবার মুখে বল দেন অ্যান্তোনিও। সেই বল শেষ মুহূর্তে হেড দিয়ে গোল করেন নাইজেরিয়ার রেমন আজিজ।

প্রথমার্ধে নিশ্চিত গোলের তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি বার্সা।

বিরতির পরে বদলি হিসেবে বার্সা কোচ মাঠে নামান মেসি ও তরুণ আনসু ফাতিকে। মেসিকে পেয়ে উজ্জীবিত বার্সা সমতায় ফিরতে চেষ্টা করে। তবে ৬৩ মিনিটে গ্রানাডার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে পেনাল্টি বক্সের ভেতরে বল আর্তুরো ভিদালের হাতে লাগে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি পায় গ্রানাডা। স্পট কিক থেকে গোল করেন আলভারো ভাদিয়ো।

পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে বার্সা। কিন্তু গ্রানাডার ডিফেন্স ভাঙতে পারেননি মেসি-সুয়ারেজরা। ফলে ০-২ গোলে পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

এই পরাজয়ে পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা।

এদিন লিগের আরেক ম্যাচে সেল্টা ভিগোর সাথে গোলশূন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Loading...