loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ভেরোনাকে হারালো ইউভেন্টাস, জিতেছে ইন্টার মিলানও


ভেরোনাকে হারালো ইউভেন্টাস, জিতেছে ইন্টার মিলানও

ইতালিয়ান ফুটবল লিগে জয় পেয়েছে ইউভেন্টাস। পিছিয়ে পড়েও ভেরোনাকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। ফলে টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ের মুখ দেখলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।

শনিবার (২১ সেপ্টেম্বর) ঘরের মাঠে ম্যাচের প্রথমে পিছিয়ে পড়ে ইউভেন্টাস। ১৯ মিনিটে ভেরোনার সামুয়েল দি কারমিনের পেনাল্টি শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর সেই ফিরতি বল লারকো দাজোভিচের শটও ফেরে পোস্টে লেগে। তবে পরের মিনিটে ঠিকই লক্ষ্যভেদ করে দলটি। ডি-বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির ভলিতে লক্ষ্যভেদ করেন মিগেল ভেলোসো।

৩১ মিনিটে সমতায় ফেরে ইউভেন্টাস। রোনাল্ডোর পাস থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে শটে গোল করেন অ্যারোন রামজি।

৪৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। ম্যাচের বাকি সময় ভেরোনা সমতায় ফিরতে ব্যর্থ হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েই ইউভেন্টাস।

গত বছরের মে মাসের পরে এই প্রথম ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন ইউভেন্টাস বর্ষীয়ান গোলরক্ষক জানলুইজি বুফন।

অন্যদিকে শনিবার মিলান ডার্বিতে মুখোমুখি হয় এসি মিলান ও ইন্টার মিলান। এই ম্যাচটি ২-০ গোলে জিতেছে ইন্টার মিলান। 

সান সিরোতে ম্যাচের ২৩ মিনিটের মাথায় বল জালে পাঠায় এসি মিলান। কিন্তু এর আগেই বল সতীর্থ ফ্রাঙ্ক কেসির হাতে লাগায় গোলটি বাতিল হয়। ৩৫ মিনেটে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজের গোল অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর গোলের দেখা পায় ইন্টার মিলান। ৪৯ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয় গোলটি আসে ৭৮ মিনিটে। বেরিলার ক্রস থেকে হেডে গোল করেন রোমেলু লুকাকু। এরপর আর ম্যাচ ফিরতে পারেনি এসি মিলান।

এই জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে ইন্টার মিলান। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিআর সেভেন-এর ইউভেন্টাস।

Loading...