loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

সেভিয়ার বিরুদ্ধে জয়-খরা কাটালো রিয়াল মাদ্রিদ


সেভিয়ার বিরুদ্ধে জয়-খরা কাটালো রিয়াল মাদ্রিদ

স্পেনের লিগে সেভিয়ার মাঠে জিততে প্রায় ভুলেই গিয়েছিল রিয়াল মাদ্রিদ; পরাজয়ই যেন হয়ে উঠেছিল অনিবার্য! বেশ কয়েক মৌসুম র‍্যামন সানচেজ পিসুয়ান থেকে খালি হাতে ফেরার পরে অবশেষে লস ব্লাঙ্কোসরা জয় করতে পেরেছে সেভিয়া ফুটবল ক্লাবের ‘দুর্গ’। রোববার (২২ সেপ্টেম্বর) করিম বেনজেমার হেড থেকে আসা একমাত্র গোলই গড়ে দিয়েছে ব্যবধান।

এর আগে ২০১৫ সালে সেভিয়ার মাঠ থেকে ৩-২ গোলের জিতে ফিরেছিল রিয়াল। মাঝে টানা চার ম্যাচে ক্লাবটি পরাজিত হয় যথাক্রমে ২-৩, ১-২, ২-৩ ও ০-৩ গােলে।

রোববার ম্যাচে বল দখলে আধিপত্য ছিল স্বাগতিক দলের। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় ভালো সুযোগ তৈরি করতে পারেননি তাঁরা। বিপরীতে, আক্রমণে এগিয়ে থাকা জিনেদিন জিদানের শিষ্যরা বলকে একবার হলেও গোললাইন পার করিয়েছে সফলভাবে। ম্যাচের ৬৫তম মিনিটে বাইলাইন থেকে স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহালের ক্রসে লাফিয়ে উঠে হেড করে বল জালে পাঠান বেনজেমা।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন এই ফরাসি স্ট্রাইকার। লা লিগায় এটি তাঁর পঞ্চম গোল।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে রিয়ালের গোলরক্ষক থিবো কর্টোয়াকে পরাস্ত করে বল জালে পাঠিয়েছিলেন বদলি নামা হাভিয়ের হার্নান্দেজ, তবে মেক্সিকান এই ফরোয়ার্ডের গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ফলে সমতা ফেরানো হয়নি সেভিয়ার।

২০১৯-২০ মৌসুমের লিগে এটি রিয়ালের তৃতীয় জয়। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে অপরাজিত রয়েছে দলটি। অন্যদিকে, মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়ালের সাবেক কোচ হুলেন লোপেতেগির বর্তমান ক্লাব সেভিয়া।

গত ম্যাচেই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনজেমারা ০-৩ গোলে হেরেছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)’র কাছে। এই জয়ে কিছুটা হলে স্বস্তি ফিরলো দলটিতে।

১১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অ্যাথলেটিক বিলবাও। পাঁচ নম্বরে থাকা সেভিয়ার অর্জন ১০ পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা সাত পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে।

Loading...