loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সিরিজ হেরেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল


সিরিজ হেরেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ৫০ ওভারে ২০১/৬ (মাহিদুল ৫১*, আরিফুল ৪৪, আল আমিন জুনিয়র ৪০; শেঠ ২/৩৯, আর্শদীপ ২/৪২)
ভারত অনূর্ধ্ব-২৩ দল: ৪২.২ ওভারে ২০২/৬ (প্রিয়ম ১১১*, হেগড়ে ২১, শরৎ ১৯ ; মেহেদি ১/৩২, শফিকুল ১/২৮, সুমন ১/৪৬, তানভীর ১/৩৯)
ফলাফল: ভারত অনূর্ধ্ব-২৩ দল চার উইকেটে জয়ী

লখ্নৌতে ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বুধবার (২৫ সেপ্টেম্বর) সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রতিবেশি দেশটি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আগের ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায়ই হেরেছিল জুনিয়র টাইগাররা। ব্যাট্সম্যানদের বেহাল দশা কাটেনি এই ম্যাচেও। রান পায়নি টপ অর্ডার। মিডল অর্ডারে ছোটখাটো প্রতিরোধ হলে পাওয়া যায়নি লড়াই করার মতো সংগ্রহ। অন্যদিকে, সহজ লক্ষ্য পেয়ে শতরান করে ভারতকে জিতিয়েছেন তাঁদের অধিনায়ক প্রিয়ম গার্গ। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের করা ২০১ রান প্রায় আট ওভার আগেই পেরিয়েছে ভারতের যুবারা।

এদিন টস জিতে আগে ব্যাট করতে ২২ রানের মধ্যেই মেহেদী হাসান, ইয়াসির আলি ও জাকির হাসানকে হারায় বাংলাদেশ দল। অধিনায়ক সাইফ হাসান উইকেটে সেট হয়েছিলেন, কিন্তু তিনিও বড় করতে পারেননি রান। ৫৬ রানে চার উইকেট খুইয়ে ধুঁকতে থাকা দলকে কিছুটা টেনে তোলেন আরিফুল হক ও আল-আমিন জুনিয়র। তবে অর্ধশত রান করার আগে ফিরেছেন দু’জনই।

আরিফুল ৭৬ বলে ৪৪ রান ও আল-আমিন ফেরেন ৫৫ বলে ৪০ রান করে। তাতে ২০১ করেই থামতে হয়েছে সাইমন হেলমট শিষ্যদের।

অবশ্য এই রান তাড়ায় ১৬ রানেই দুই উইকেট পড়ে গিয়েছিল ভারতেরও। তবে অধিনায়ক প্রিয়ম বাকি পথ পাড়ি দিতে অবিচল থাকেন। তাঁর ১১৮ বলে ১১১ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে হবে।

Loading...