loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

শুভ মহালয়া শনিবার


শুভ মহালয়া শনিবার

আজ শনিবার শারদীয় দুর্গোৎসবের মহালয়া। আজ থেকে দেবীপক্ষে সূচনা; শুরু দুর্গাপূজার ক্ষণগণনাও। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা। এদিন ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা পালন আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হয়।

শুভ মহালয়া আজ। এই দিনেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষ, ক্ষণগণনা শুরু হয় দুর্গাপূজার। সনাতন ধর্ম মতে, মহালয়ায় দেব-দেবীরা দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন।

এদিন ভোরে মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে আমন্ত্রণ জানান ভক্তরা। গঙ্গাতীরে তাঁরা মৃত আত্মীয় পরিজন ও পূর্বপুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করে তর্পণ করেন।

মহালয়ার পরে আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব।

আগামী ৪ অক্টোবর ষষ্ঠীতে দশভূজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এর আগের দিন (৩ অক্টোবর) সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর আগমন ধ্বনি অনুরণিত হতে শুরু করবে। ৫ অক্টোবর মহাসপ্তমী, ৬ অক্টোবর মহাঅষ্টমী ও কুমারী পূজা এবং ৭ অক্টোবর মহানবমী শেষে ৮ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের দুর্গোৎসব।

মহালয়া উপলক্ষে আজ ঢাকাসহ সারাদেশের মন্দির ও পূজামন্ডপগুলোয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামন্ডপে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা হবে।

মহালয়া উপলক্ষে মন্দিরে হবে চণ্ডীপাঠ ও সংগীত পরিবেশন। রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজামন্ডপেও থাকছে মহালয়ার বর্ণাঢ্য আয়োজন। এ-ছাড়া রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির, সিদ্ধেশ্বরী পূজামন্ডপসহ রাজধানীর বিভিন্ন মন্দির ও মণ্ডপেও থাকছে চণ্ডীপাঠ, দেবীর আবাহনী সংগীত, ধর্মীয় আলোচনাসভা, ভক্তিমূলক গানের অনুষ্ঠান।

শুভ মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলো।

Loading...