loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ড্যাফোডিল-এ জব ফেয়ার


ড্যাফোডিল-এ জব ফেয়ার

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের বিজয় মিলনায়তনে শনিবার (২৮ সেপ্টেম্বর) জব ফেয়ার ২০১৯ উদ্বোধন করা হয়েছে। ড্যাফোডিল পলিটেকনিক থেকে পাশ করা ডিপ্লোমা প্রকৌশলীদের কাঙ্ক্ষিত চাকরি পেতে সহায়তা করতে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।

চাকরির জন্য যোগ্য প্রার্থী বেছে নিতে এতে দেশের ১৫টির বেশি কোম্পানি অংশ নেয়। এর মধ্যে যমুনা গ্রুপ, ওয়াল্টন, প্রাণ- আরএফএল, বেঙ্গল গ্রুপ, ডেকো, ভিভো, ড্যাফোডিল সফটওয়্যার লি: অন্যতম।

এই আয়োজনের উদ্দেশ্য হলো - দেশের কোম্পানিগুলোকে এক ছাদের নিচে এনে ড্যাফোডিল পলিটেকনিকের সকল টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তিতে সহায়তা করা। এখানে শিক্ষার্থীরা সিভি ড্রপ করে তাঁদের পছন্দের কোম্পানির কাছে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছে।

ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নূরুজ্জামান ও ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ কে এম হাসান রিপন জব ফেয়ার ২০১৯-এর উদ্বোধন করেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...