loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু


পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু

একদিনের সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলেকার ফিফটিতে জুতসই রান পাওয়ার পর নুয়ান প্রদীপ আর ইশুরু উদানা মিলিয়ে গুঁড়িয়ে দেন পাকিস্তানকে। লাহোরে শনিবার (৫ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার করা ১৬৫ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছে ১০১ রানে। ফলে ৬৪ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল দাসুন শানাকার নেতৃত্বে কয়েকজন মূল খেলোয়াড় ছাড়া সফরে যাওয়া শ্রীলঙ্কা।

এদিন সন্ধ্যায় গাদ্দাফী স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের আগে ব্যাট করতে দেয় পাকিস্তান। আবিস্কা ফার্নেন্দো ও গুনাথিলেকা ঝড়োগতিতে শুরু করেন। গুনাথিলেকা ছিলেন বেশি আগ্রাসী। ওভার প্রতি নয়-এর উপর রান করে জুটিতে ৮৪ রান সংগ্রহ করেন তাঁরা। ৩৮ বলে ৫৭ করে আগে আউট হন গুনাথিলেকা। ফার্নেন্দো ফেরেন ৩৪ বলে ৩৩ করে।

ভানুকা রাজাপাক্শে ও শানাকা মিলে বাকি লড়াকু এক স্কােরে নিয়ে যান দলকে। রাজাপাক্শের ২২ বলে ৩২ ও শানাকা ১০ বলে ১৭ রান করেছেন।

১৬৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই প্রদীপ-উদানার তোপে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। রান আটকে দেওয়ার পাশাপাশি উইকেট শিকার করতে থাকেন তাঁরা। বাবর আজম ফেরেন প্রদীপের বলে। দলে ফেরা আহমেদ শেহজাদকে বোল্ড করে ফেরত পাঠান উদানা। আরেক দলে ফেরা ব্যাটসম্যান উমর আকমল প্রথম বলেই এলবডিব্লিও হয়ে ফেরত যান।

২২ রানে তিন উইকেট হারিয়ে দল আর জেতার মতো অবস্থায় যেতে পারেনি। চতুর্থ উইকেটে ইফতেখার আহমেদকে নিয়ে চেষ্টা চালিয়েছিলেন অধিনায়ক সরফরাজ, কিন্তু তাঁদের স্বল্প স্থায়ী জুটি বিচ্ছিন্ন হলে ভেঙে পরে পাকিস্তানের ইনিংস।

সরফরাজ ২৪, ইফতেখার ২৫ ও বাবর ১৩ ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউ। 

শ্রীলঙ্কার উদানা ও প্রদীপ তিন উইকেট করে শিকার করেছেন যথাক্রমে ১১ ও ২১ রানে।

Loading...