loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

লিগ ওয়ান-এ পিএসজি’র দুর্দান্ত জয়


লিগ ওয়ান-এ পিএসজি’র দুর্দান্ত জয়

ফ্রান্সের ফুটবল লিগে গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্ডি। দারুণ ফর্মে থাকা নেইমারও নাম লেখালেন গোলদাতার তালিকায়। তাঁদের আরও দুই সতীর্থ পরাস্ত করলেন প্রতিপক্ষ গোলরক্ষককে; ফলে অঁজিকে উড়িয়ে লিগ ওয়ান-এ শীর্ষস্থান মজবুত করলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

শনিবার রাতে (৫ অক্টোবর) পার্ক দে প্রিন্সেসে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি। এদিন ইকার্ডি-নেইমারের পাশাপাশি গোল করেছেন পাবলো সারাবিয়া ও ইদ্রিসা গায়ে।

নয় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক নম্বরেই টমাস টুখেলের দল। সমান-সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অঁজি।

এদিন নিজেদের মাঠে বল দখলের লড়াইয়ে যথেষ্ট এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও দাপট দেখিয়েছে পিএসজি। দলটি গোলমুখে ১৩টি শট নেয় - যার সাতটিই ছিল লক্ষ্যে। অবশ্য অঁজিও স্বাগতিকদের রক্ষণভাগকে পরীক্ষা করার চেষ্টা করেছে। তাঁরা নিয়েছে নয়টি শট, যদিও লক্ষ্যে ছিল মাত্র দুইটি।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে আন্দার হেরেরার পাস থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে নেন সারাবিয়া। ডি-বক্সের ভেতর থেকে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইকার্ডি।

আগের ম্যাচে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’র হয়ে অভিষেক গোল পাওয়া এই তারকা লিগ ওয়ান-এ নিজের এই প্রথম করলেন।

বিরতির পরে অঁজির জালে আরও দু’বার বল জড়ায় পিএসজি। ৫৯তম মিনিটে গেয়ে সারাবিয়ার ভলি গোললাইন থেকে ফেরান প্রতিপক্ষ ডিফেন্ডার। তবে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি; ফের বল পান সারাবিয়া। এবার ঠিকঠাক শট নিতে ব্যর্থ হলেও বল পৌঁছায় গেয়ের পায়ে। বাকি কাজটুকু তিনি সম্পন্ন করেন সহজেই।

শেষ মিনিটে লক্ষ্যভেদ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বদলি ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের বাড়ানো পাসে ডি-বক্সে ঢুকে গোল করেন তিনি। চলতি লিগে পাঁচ ম্যাচে এটি তাঁর চতুর্থবার জাল-ছোঁয়া।

Loading...