loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্রথম তিন মাসে ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে


প্রথম তিন মাসে ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে

চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার। এক সরকারি তথ্যবিবরণীতে রোববার (৬ অক্টোবর) এ-তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১.৪৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে প্রেরণ করেছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে, গত অর্থবছর (২০১৮-১৯) মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে প্রবাসী-আয়, অর্থাৎ রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। এটি বাংলাদেশের রিজার্ভ মুদ্রার প্রায় অর্ধেক।

উল্লেখ্য, প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে দুই শতাংশ প্রণোদনা দেওয়ায় এবং দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া ঈদ, পূজা ও বিভিন্ন উৎসব কেন্দ্র করে প্রবাসীরা দেশে বেশি পরিমাণে রেমিট্যান্স প্রেরণ করে থাকেন। তবে অন্যান্য বছরে ঈদের পরে রেমিট্যান্স প্রবাহে ভাটার টান থাকলেও এবার ঈদের পরেও তা বৃদ্ধি পাচ্ছে।

Loading...