loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • নিউইয়র্কে নৈশ কারফিউ ৭ জুন পর্যন্ত বলবৎ

  • করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে

  • ওয়াজিদ খানের মৃত্যু, ছিন্ন হলো সাজিদ-ওয়াজিদ জুটি

  • অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার মৃত্যু বাড়বে: ডব্লিউএইচও

  • ডিপিএস-এর এপ্রিল ও মে মাসের বিলম্ব ফি নেয়া যাবে না

প্রথম তিন মাসে ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে


প্রথম তিন মাসে ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে

চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার। এক সরকারি তথ্যবিবরণীতে রোববার (৬ অক্টোবর) এ-তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১.৪৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে প্রেরণ করেছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে, গত অর্থবছর (২০১৮-১৯) মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে প্রবাসী-আয়, অর্থাৎ রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। এটি বাংলাদেশের রিজার্ভ মুদ্রার প্রায় অর্ধেক।

উল্লেখ্য, প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে দুই শতাংশ প্রণোদনা দেওয়ায় এবং দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া ঈদ, পূজা ও বিভিন্ন উৎসব কেন্দ্র করে প্রবাসীরা দেশে বেশি পরিমাণে রেমিট্যান্স প্রেরণ করে থাকেন। তবে অন্যান্য বছরে ঈদের পরে রেমিট্যান্স প্রবাহে ভাটার টান থাকলেও এবার ঈদের পরেও তা বৃদ্ধি পাচ্ছে।

Loading...