loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

লিথিয়াম-আয়ন ব্যাটারি গবেষণায় তিন বিজ্ঞানীর রসায়নে নোবেল জয়


লিথিয়াম-আয়ন ব্যাটারি গবেষণায় তিন বিজ্ঞানীর রসায়নে নোবেল জয়

লিথিয়াম-আয়ন ব্যাটারির উন্নয়নে বিশেষ অবদান রাখায় এ-বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী। এঁরা হলেন - জন বি. গুডএনাফ, এম. স্ট্যানলি হুইটিংহাম ও আকিরা ইয়োশিনো। বুধবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকালে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দি রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই বিভাগে এবার যৌথভাবে নোবেল জিতেছেন - জেমস পিবল্স, মিশেল মায়োর ও দিদিয়ার কোয়েলোজ।

সোমবার চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন দুইজন মার্কিন ও একজন ব্রিটিশ বিজ্ঞানী। তাঁরা হলেন - যুক্তরাষ্ট্রের উইলিয়াম কায়েলিন জেআর ও গ্রেগ এল. সিমেনজা ও ব্রিটেনের স্যার পিটার জে. র‌্যাটক্লিফ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দি রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্যে নোবেল দেওয়া হবে। এরপর শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের রাজধানী অস্লো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করবে।

সোমবার (১৪ অক্টোবর) দি রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস ঘোষণা করবে অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম।

নোবেল পুরস্কারের জন্য এবার মনোনয়ন পেয়েছেন ৩০১ জন বা প্রতিষ্ঠান। এর মধ্যে ৭৮টি প্রতিষ্ঠান।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সুইডিশ অ্যাকাডেমি। তখন বলা হয়েছিল, আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে এই বিভাগে একসঙ্গে দুটি পুরস্কার দেওয়া হবে; এর একটি ২০১৮ সালের জন্য, অপরটি ২০১৯ সালের।

১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি - এই ছয়টি বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি।

Loading...