loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জার্মানির সঙ্গে মেসিবিহীন আর্জেন্টিনার ড্র


জার্মানির সঙ্গে মেসিবিহীন আর্জেন্টিনার ড্র

বুধবার (৯ অক্টোবর) রাতে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক জার্মানি ও আর্জেন্টিনা। ম্যাচের দুই অর্ধের চিত্র ছিল দুই রকম। প্রথম ৪৫ মিনিটে অদম্য ছিলেন জোয়াকিম লো’র শিষ্যরা, আর পরের ৪৫ মিনিটে দারুণ নৈপুণ্য দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। এদিন দলের তারকাদের অনুপস্থিতিতে জার্মানির অনিয়মিত ও নতুনরা নিজেদের মেলে ধরেছেন। অন্যদিকে আর্জেন্টিনাও তাঁদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই ড্র আদায় করে নিয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পিছিয়ে পড়েও জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। শুধু মেসিই নন, এই ম্যাচে লিওনেল স্কালোনির দলে বেশির ভাগ নিয়মিত খেলোয়াড়ই খেলেননি।

বুধবার (৯ অক্টোবর) রাতে নিজেদের মাঠ সিগ্নাল উদুনা পার্কে ম্যাচের শুরুতেই আর্জেন্টাইনদের চেপে ধরে জার্মানরা। ১৫ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন সার্জ গনাব্রি (১-০)।

ব্যবধান দ্বিগুণ করতে সময় নেয়নি ২০১৪ সালের চারবার বিশ্বকাপজয়ী দেশটি। ২২তম মিনিটেই দ্বিতীয় গোল পায় স্বাগতিক দল। মার্কোস রোহোর ভুলে মাঝমাঠ থেকে বল পেয়ে লুকাস ক্লোসতামান ছুটে গিয়ে গনাব্রিকে পাস দেন। তিনি সেই বল বাড়িয়ে দেন ছোট ডি-বক্সের মুখে কাই হাভার্টসের দিকে; আর তাতে লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই মিডফিল্ডার (২-০)।

বিরতির পরে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। ৬৬তম মিনিটে ব্যবধান কমায় দুইবারের বিশ্বজয়ীরা। পেনাল্টি বক্সের পাশ থেকে মার্কোস অ্যাকুনার ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে তরুণ ফরোয়ার্ড লুকাস অ্যালারিও হেডে বল জালে জড়ান (২-১)।

সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টিনা দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের শেষ দিকে। ৮৫তম মিনিটে ডি-বক্সে আলারিওর বাড়ানো বল পেয়ে যান লুকাস ওকাম্পোস। পরিসর বাড়িয়ে তাঁর নেয়া সুন্দর শটে ম্যাচে সমতা আসে (২-২)।

বাকি সময় কোনো দল গোলের দেখা না পেলে ড্র নিয়েই মাঠ ছাড়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।

জার্মানির নিয়মিত খেলোয়াড়দের সাতজন আঘাতের কারণে খেলতে পারেননি এ-ম্যাচে। তাঁরা হলেন - টনি ক্রুস, লেরয় সানে, অ্যান্টোনিয়ো রুডিগার, টিমো ভার্নার, লিয়ন গোরেৎজকা, মাথিয়াস গিন্টার ও জোনাথান টাহ। ফিটনেস ঘাটতি থাকায় লো মাঠে নামাননি মার্কো রয়েস ও ইলকাই গুন্দোগানকেও। এঁরা দুজন ছিলেন বেঞ্চে।

অন্যদিকে, আর্জেন্টিনাও অধিনায়ক মেসিকে ছাড়া আতিথ্য নেয় জার্মানির। মেসি রয়েছেন তিন মাসের নিষেধাজ্ঞায়। স্কালোনি স্কোয়াডে রাখেননি অভিজ্ঞ সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তাছাড়া দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনাল ম্যাচের কারণে বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের কোনো ফুটবলারকেও এদিন পায়নি আর্জেন্টিনা।

Loading...