loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ১২ অক্টোবর


বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ১২ অক্টোবর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফ্টঅয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর সৌজন্যে তৃতীয়বারের মতো অনুষ্ঠেয় বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ এ-বছর ১১৭৫টি প্রকল্প জমা পড়েছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-এর এই আসরে ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি পুরস্কার দেয়া হবে।

আগামী ১২ অক্টোবর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

উল্লেখ্য, আগামী পাঁচ বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের পৃষ্ঠপোষকতায় বেসিস-এর পাশে থাকবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এ-লক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেসিস-আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেসিস মিলনায়তনে এ-উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস পরিচালক ও বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এর আহ্বায়ক  দিদারুল আলম। 

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম, ডিএমডি ও হেড অফ বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ শামস এবং হেড অফ কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস প্রমুখ।

উল্লেখ্য, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ-বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আগামী ১৮-২৩ নভেম্বর ২০১৯ ভিয়েতনামের হা লং বে-তে হবে ।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে সারাদেশের উদ্ভাবনী ও সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করা হয় এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো দেশের  তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরছে। 

বেসিস আইসিটি অ্যাওয়ার্ড সম্পর্কে আহ্বায়ক দিদারুল আলম বলেন, এ-বছরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আদলে সাজানো হয়েছে। থাকবে বিগত বছরের বিজয়ীদের প্রকল্প প্রদর্শনী, লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি, নতুন আদলে বানানো আইসিটি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর শেষে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। আমরা এ উদ্যোগের সাথে দীর্ঘমেয়াদে থাকতে চাই। আজকের চুক্তির মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো।”

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের লক্ষ্যণীয় দিকসমূহ

- ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি পুরস্কার প্রদান

- বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯, হা লং বে, ভিয়েতনামের জন্য মনোনয়ন প্রদান

- র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গ্র্যান্ড ফাইনাল

- বিগত বছরের বিজয়ীদের প্রকল্প প্রদর্শনী, লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান

Loading...