loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সাহিত্যে নোবেল পেলেন পিটার হান্ডকা ও ওলগা তুকারজুক


সাহিত্যে নোবেল পেলেন পিটার হান্ডকা ও ওলগা তুকারজুক

সাহিত্যে ২০১৯ ও ২০১৮ সালের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ-বছর বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন অস্ট্রিয়ান লেখক ও অনুবাদক পিটার হান্ডকা। আর ২০১৮ সালের জন্য নোবেল পেয়েছেন পোল্যান্ডের লেখক, অধিকারকর্মী ও বুদ্ধিজীবী ওলগা তুকারজুক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় বিকেল) একসঙ্গে দুই বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সাহিত্যে অবদানের জন্য এর আগে পিটার হান্ডকা ফ্রাঞ্জ কাফ্কা পুরস্কার, আমেরিকা অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ইবসেন অ্যাওয়ার্ডসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। অন্যদিকে গত বছরই ‘ফ্লাইট্স’ উপন্যাসের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন ওলগা তুকারজুক।

এবারই প্রথম সাহিত্যে আগের বছরেরটিসহ দুই বছরের নোবেল একসঙ্গে ঘোষণা করা হলো। বিতর্কের কারণে গত বছর এই বিভাগে পুরস্কার প্রদান স্থগিত রাখা হয়েছিল।

নোবেল ফাউন্ডেশনের উপর সরাসরি অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে প্রথমবারের মতো সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা স্থগিত করা হয়। অবশ্য এর আগে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই বিভাগে পুরস্কার দেওয়া হয়নি। তবে এর কারণ ছিল তখনকার বৈশ্বিক পরিস্থিতি।

আগামীতে নোবেল কমিটি যাতে বিব্রতকর ধরনের সমালোচনার মুখে না পড়ে, সে-ব্যাপারে কর্তৃপক্ষ বিশেষ সাবধানতা অবলম্বন করছে উল্লেখ করে এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক লারস হেইকেনস্টেন জানিয়েছেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা ও কমিটিতে স্বচ্ছতার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এই সংস্থা। এখন থেকে নোবেল কমিটিতে যুক্ত হওয়া সদস্যবৃন্দের যাপিত জীবনও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। চিকিৎসাবিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি - এই ছয়টি বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি। নোবেলের জন্য এবার মনোনয়ন পেয়েছেন ৩০১ জন বা প্রতিষ্ঠান। এর মধ্যে ৭৮টি প্রতিষ্ঠান।

Loading...