loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ


শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

এ-বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। নরওয়ের অসলোতে শুক্রবার (১১ অক্টোবর) এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। আবি আহমেদ হলেন শততম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

নোবেল কমিটি জানিয়েছে, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের প্রচেষ্টা এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজদেশের সীমান্ত সংঘাত সমাধানে ভূমিকা রাখায় তিনি এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিবসে এক জমকালো অনুষ্ঠানে এ-বছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। প্রতিটি ক্ষেত্রের বিজয়ীদের ৯০ লাখ ক্রোনার (প্রায় ৯ লাখ ডলার), একটি স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হবে।

আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

গত বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। পোলিশ লেখক ওলগা তোকারজুক ও অস্ট্রিয়ার পিটার হান্ডকা যথাক্রমে ২০১৮ ও ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন। গত বছর কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সাহিত্যে নোবেল প্রদান স্থগিত করা হয়েছিল।

Loading...