loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ঢাকায় আর্ন্তজাতিক ক্যান্সার কংগ্রেস অনুষ্ঠিত


ঢাকায় আর্ন্তজাতিক ক্যান্সার কংগ্রেস অনুষ্ঠিত

খাদ্যাভ্যাস ও অনিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্যই দেশে ক্যান্সার-আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। বাংলাদেশে প্রতিবছর আড়াই লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর পেছনে খাদ্যে ভেজাল ও বায়ু দুষণকেও দায়ী করলেন দেশ-বিদেশের স্বনামধন্য ক্যান্সার-বিশেষজ্ঞরা।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর আর্মি গলফ ক্লাবে দুই দিনব্যাপী অনকোলজি ক্লাব আয়োজিত ‘বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস’-এ এসব তথ্য জানান ক্যান্সার বিশেষজ্ঞরা।

এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান ও ক্যান্সার কংগ্রেস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা আশঙ্কাজনক। দেশে বর্তমানে বিপুল জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত - যাঁদের অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে।

দেশে ক্যান্সার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরি করাই ক্লাবের মূল উদ্দেশ্য উল্লেখ করে ডা. হাই বলেন, ক্যান্সার জয় করতে এবং দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগী ও তাঁদের পরিবারের মুখে হাসি ফোটাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রতি জেলায় ক্যান্সার ইউনিট গড়ে তোলার সরকারি সিদ্ধান্তের ভূয়সী প্রশংসাও করেন তিনি। তরুণ চিকিৎসকদের ক্যান্সার চিকিৎসায় এগিয়ে আসারও আহ্বান জানান বর্ষীয়ান এই ক্যান্সার বিশেষজ্ঞ।

দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স-এ Foreign Faculties হিসাবে MSB group of Hospitals.UK, TATA Memorial Centre, Mumbai, Massachusetts General Hospital, Boston, IRCCS IRST Istituto Scientifico, ITALY, National University of Singapore, Rajiv Gandhi Cancer Institute & Research Centre, India, Kidwai Memorial Institute Of Oncology, India, King Hussen Cancer Center, Jordan, National Institute for Quantam and Radiological Sciences and Technology, Japan, Whipps Cross University Hospital,London, UK, Westmead and Blacktown, Australia, Singapore General Hospital, Apollo Hospital, Parsik Hill Road ,Mumbai, University of Bolgna, Italy, Bukingham Shire Healthcare, UK, Blood & Marrow Transplantation, Narayan Health City Banglore, India এর ক্যান্সার চিকিৎসক ও গবেষকরা। এ ছাড়াও বাংলাদেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিষ্ট), বৈজ্ঞানিক ও গবেষকবৃন্দ অংশ গ্রহণ করছেন।

দেশের সাত শতাধিক চিকিৎসকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মেলনে প্রায় শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করবেন।

Loading...