loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

পর্তুগালের জয়ে গোল পেলেন রোনাল্ডো


পর্তুগালের জয়ে গোল পেলেন রোনাল্ডো

লিসবনে শুক্রবার (১১ অক্টোবর) রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। চলতি বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে অপরাজিত রয়েছে দেশটি।

ইউরো ২০২০ ফুটবল বাছাইপর্বের শুক্রবারের ম্যাচে জিতেছে পর্তুগাল। ম্যাচটিতে দলের দ্বিতীয় গোলটি এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছ থেকে। জাতীয় দলের জার্সিতে ১৬১ ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন ৯৪টি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ইরানের আলি দাইয়ির চেয়ে মাত্র ১৫ গোল পিছিয়ে এখন এই ইউভেন্টাস তারকা।

এদিন ম্যাচের প্রথমার্ধে লুক্সেমবার্গের জমাট রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে পর্তুগিজদের; অথচ বল দখলে একক আধিপত্য ছিল তাঁদেরই। যাহোক, ষোড়শ মিনিটে বার্নান্ডো সিলভার গোলে এগিয়ে যায় পর্তুগাল (১-০)।

দ্বিতীয়ার্ধে রোনাল্ডোর কারণেই খেলার মেজাজ বদলে যায়। ৬৫তম মিনিটে বুদ্ধিদীপ্ত এক চিপে ব্যবধান বাড়ানো গোলের দেখা পান সিআর সেভেন। পর্তুগিজ-অধিনায়কের আক্রমণ ঠেকাতে এগিয়ে গিয়েছিলেন গোলরক্ষক, সেটা দেখে আস্তে করে তাঁর মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন রোনাল্ডো (২-০)। এই নিয়ে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ তিন ম্যাচে ছয় গোল করলেন তিনি। এরপর গঞ্জালো গুয়েদেস শেষ মুহূর্তে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন (৩-০)।

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৯৭৩ ম্যাচে রোনাল্ডোর মোট গোল ৬৯৯টি। এর মধ্যে ১২টি প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৮টি ম্যাচেই গোল করেছেন তিনি। প্রতি ১১২ মিনিটে একটি করে গোল পেয়েছেন তিনি। স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৩১টি, মানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে ১১৮, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ এবং ইউভেন্টাসের পক্ষে ৩২টি গোল করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে সুইডেন, লাটভিয়া, অ্যান্ডোরা ও আর্মেনিয়ার বিপক্ষে পাঁচটি করে গোল আছে রোনাল্ডোর। ক্লাবের ক্ষেত্রে এগিয়ে সেভিয়া (২৭), অ্যাটলেটিকো মাদ্রিদ (২৫), গেটাফে (২৩), সেল্টা ভিগো (২০) ও বার্সেলোনা (১৮)।

জিতলেও 'বি' গ্রুপের দ্বিতীয় স্থানেই রয়েছে পর্তুগাল। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে দেশটির সংগ্রহ ১১ পয়েন্ট। শীর্ষে থাকা ইউক্রেনের পয়েন্ট ১৬ পয়েন্ট।

এই গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেন। এদিন জোড়া গোল করেছেন রুসলান মালিনোভস্কি। ফলে শীর্ষস্থান মজবুতের পাশাপাশি আগামী ইউরোর মূল পর্বে খেলার সম্ভাবনা জোরালো করেছে দেশটি। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এই গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে সার্বিয়া।

Loading...