loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মেসিকে ছাড়াই ইকুয়েডরকে আর্জেন্টিনার ছয় গোল


মেসিকে ছাড়াই ইকুয়েডরকে আর্জেন্টিনার ছয় গোল

লিওনেল মেসি নেই, ছিলেন না সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়াও। তবে তাঁদের অনুপস্থিতি খুব একটা টের পায়নি আর্জেন্টিনা। ইকুয়েডরকে গোল বন্যায় ভাসিয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

রোববার (১৩ অক্টোবর) রাতে স্পেনের মার্তিনেস ভালরো স্টেডিয়ামে এক আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ৬-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। গোল পেয়েছেন লুকাস আলারিও, লেয়ান্দ্রো পারেদেস, হের্মান পেস্সেইয়া, নিকোলাস দোমিনগেস ও লুকাস ওকাম্পোস। আরেকটি গোলটি হয়েছে আত্মঘাতী।

গত প্রীতি-ম্যাচে জার্মানির সঙ্গে দুই গোলে পিছিয়েও ড্র করার পরে আর্জেন্টিইনদের ফিরে আসা উদ্দীপনা দেখা গিয়েছিল এই খেলায়ও। এদিন ৩২ মিনিটের মধ্যেই তিন গোল এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি।

২০ মিনিটে আসে প্রথম গোল। মার্কাসোস আকুনার কর্নার থেকে হেডে বল জালে পাঠান আলারিও। জার্মানির বিপক্ষেও হেডে গোল পেয়েছিলেন তিনি। ২৭ মিনিটে আকুনার বাড়ানো ক্রস ডি বক্সে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ইকুয়েডর ডিফেন্ডার এসপিনোসার।

৩২ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান ৩-০ তে নিয়ে যান মিডফিল্ডার পারেদেস। একপেশে ম্যাচে দারুণ দাপট দেখিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

বিরতির পরে তিন মিনিটে এক গোল শোধ করে ইকুয়েডর। তবে ৬৬, ৮২ ও ৮৬ মিনিটে দলটি হজম করে আরও তিন গোল।

গত কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে পরাজয়ের পরে এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতলো আর্জেন্টিনা।

Loading...