loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

রোনাল্ডোর ৭০০তম গোল, তবে জিততে পারেনি পর্তুগাল


রোনাল্ডোর ৭০০তম গোল, তবে জিততে পারেনি পর্তুগাল

ক্যারিয়ারের আরও এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯৭৬ ম্যাচে ৭০০ গোলের দেখা পেয়েছেন তিনি। তবে তাঁর এমন কীর্তির ম্যাচে জিততে পারেনি পর্তুগাল। সোমবার (১৪ অক্টোবর) ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন দেশটি। অন্যদিকে ‘বি’ গ্রুপের এই ম্যাচে জিতে মূলপর্বে জায়গা করে নিয়েছে ইউক্রেন। হেরে অপেক্ষায় থাকতেই হচ্ছে পর্তুগিজদের।

ইউক্রেনের কিয়েভে সোমবার বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হয় এই দু’দল। মূল পর্বে যেতে হলে স্বাগতিকদের এদিন এক পয়েন্টই যথেষ্ট ছিল। তবে দারুণ জয়ে তারা পূর্ণ তিন পয়েন্টই সংগ্রহ করলো। অপরপক্ষে ১৪ ম্যাচে অপরাজিত থাকার পরে পরাজিত হলো পর্তুগাল।

এদিন বল দখলের লড়াইয়ে পর্তুগাল এগিয়ে থাকলেও সুযোগ পেয়েই আক্রমণ করে এগিয়ে গেছে ইউক্রেন। ষষ্ঠ মিনিটে রোমান ইয়ারেমচুক ও ২৭ মিনিটে আন্দ্রি ইয়ারমেলেঙ্কো গোল করলে প্রথমার্ধেই ২-০ গোলে লিড পায় আন্দ্রে শেভচেঙ্কোর দল।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক উদযাপন করেন রোনাল্ডো। জাতীয় দলের হয়ে এটি তাঁর ৯৫তম গোল। এছাড়া তিনি ক্লাব স্পোর্টিং সিপির হয়ে পাঁচটি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি ইউভেন্টাসের হয়ে ৩২টি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক ইরানের আলি দায়ির চেয়ে মাত্র ১৪ গোল পিছিয়ে এখন সিআর সেভেন।

এদিন ম্যাচের বাকি সময় অবশ্য পর্তুগাল আর কোনো গোল করতে না পারায় পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সান্তোসের শিষ্যদের।

এই গ্রুপের ছয় ম্যাচে পর্তুগাল ১১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে শীর্ষস্থান নিশ্চিত করা ইউক্রেনের পয়েন্ট ১৯। একই গ্রুপের অন্য ম্যাচে লিথুয়ানিয়ার মাঠে ২-১ গোলে জেতা সার্বিয়া ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। প্রতিযোগিতার মূলপর্বে ওঠার লড়াইয়ে পর্তুগালের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতাই করছে দেশটি।

Loading...