loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রেকর্ড ভেঙে যৌথভাবে ‘বুকার পুরস্কার’ জিতেছেন দুই লেখক


রেকর্ড ভেঙে যৌথভাবে ‘বুকার পুরস্কার’ জিতেছেন দুই লেখক

বহু বছরের নিয়ম ও রেকর্ড ভেঙে এ-বছর বুকার পুরস্কার জিতেছেন দু’জন নারী লেখক। এঁরা হলেন - মার্গারেট অ্যাটউড ও বার্নাডিন এভারিস্টো। সোমবার (১৪ অক্টোবর) রাতে লন্ডনে বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

মার্গারেট ‘দি হ্যান্ডমেইড্স ট্যাল’-এর সিক্যুয়েল ‘দি টেস্টামেন্টস্’ এবং এভারিস্টো তাঁর ‘গার্ল, উইম্যান, আদার’-এর জন্য এ-পুরস্কার জিতেছেন। ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এ-বছর বিজয়ী হিসেবে দুইজনকে বেছে নেয় বুকার কর্তৃপক্ষ। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। 

বুকারের ইতিহাসে এটি তৃতীয়বার যৌথভাবে পুরস্কার জেতার ঘটনা। ১৯৯৩ সালে নিয়ম করা হয়েছিল - এই পুরস্কার আর কখনোই ভাগাভাগি করে দেওয়া হবে না। কিন্তু এ-বছর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে বেশ বেকায়দায় পড়েছিলেন বিচারকেরা। ফলে বাধ্য হয়েই যৌথভাবে বিজয়ী ঘোষণা করতে হয়েছে।

বুকার পুরস্কারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এর আগে মাত্র দু’বার বুকার পুরস্কার ভাগাভাগির ঘটনা ঘটেছে। ১৯৭৪ সালে নাদিন গোরডাইমার ও স্ট্যানলি মিডলটন এবং ১৯৯২ সালে মাইকেল ওন্দাজে ও ব্যারি আন্সওর্থ যৌথভাবে পুরস্কার জিতেছিলেন।

প্রথা ভেঙে শুধু যৌথভাবে পুরস্কার জেতাই নয়, এককভাবেও রেকর্ড গড়েছেন এবারের বিজয়ীরা। এটি মার্গারেট অ্যাটউডের দ্বিতীয়বার বুকার জয়। তাছাড়া, ৭৯ বছর বয়সে পুরস্কার জেতায় তিনি হলেন সবচেয়ে বেশি বয়সী বুকারজয়ী। আর বার্নাডিন এভারিস্টো বুকারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী।

দুই বিজয়ী পুরস্কারের ৫০ হাজার পাউন্ড ভাগাভাগি করে নেবেন।

Loading...