loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ইউরো বাছাই: মূল পর্বে স্পেন, বড় জয় ইতালির


ইউরো বাছাই: মূল পর্বে স্পেন, বড় জয় ইতালির

সুইডেনের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের গোলে পরাজয় এড়ানোর পাশাপাশি ২০২০ ইউয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে উত্তরণ নিশ্চিত করেছে স্পেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কাস বার্গের গোলে এগিয়ে যায় সুইডেন। এরপর ম্যাচের অন্তিম সময়ে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে সমতায় ফেরান বদলি স্ট্রাইকার রদ্রিগো।

রদ্রিগো মোরেনোর শেষ মুহূর্তের গোলে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন। ইউরো ২০২০’র মূলপর্বে উঠতে এটিই যথেষ্ট ছিল। অন্যদিকে লিক্টেনস্টাইনকে ৫-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

মঙ্গলবার স্টকহোমে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের প্রথম ৩৫ মিনিট পর্যন্ত স্পষ্ট আধিপত্য বজায় রাখে স্প্যানিশরা। তবে এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সুইডিশদের হাতে। দ্বিতীয়ার্ধে বার্গের গোলে এগিয়েও গিয়েছিল তাঁরা। অবশ্য, বার্গ ও ফোর্সবার্গের দুটি শট ঠেকিয়ে গোলরক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন স্পেন গোলরক্ষক ডেভিড ডে হায়া, কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি (১-০)।

গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্পেন; বেশকিছু সুযোগও তৈরি করে দলটি। কিন্তু সুইডিশ গোলরক্ষকের দৃঢ়তায় জাল খুঁজতে ব্যর্থ হয়েছে সাবেক বিশ্ব ও ইউরোজয়ী দেশটি। এর আগে টানা ৩৭ ম্যাচে গোল পাওয়া দলটির উৎসব এবার হয়তো থেমে যাবে - এমনটাই মনে হচ্ছিল। কিন্তু ৯২তম মিনিটে ফ্যাবিয়ানের নিচু শট দখলে নিয়ে লক্ষ্যভেদ করেন বদলি খেলোয়াড় রদ্রিগো।

এই ড্রয়ে গ্রুপ ‘এফ’-এ শীর্ষস্থান মজবুত করলো স্পেন। দ্বিতীয় স্থানে থাকা সুইডেন এখনও পাঁচ পয়েন্ট পিছিয়ে। 

রাতের অন্য ম্যাচে লিক্টেনস্টাইনকে উড়িয়ে দিয়েছে ইতালি। দলের বড় জয়ে জোড়া গোল করেছেন আন্দ্রে বেলোত্তি। গত শনিবারই গ্রিসকে ২-০ গোলে হারিয়ে ইউরোর মূল পর্বে জায়গা করে নিয়েছে এবারের বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত আজ্জুরিরা।

রবার্তো মানচিনির ইতালি আট ম্যাচের সবগুলোতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা ফিনল্যান্ডের পয়েন্ট সমান-সংখ্যক ম্যাচে ১৫। ১০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে আর্মেনিয়া ও বজ্নিয়া-হার্জেগোভিনা।

Loading...