loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

নিউইয়র্ক থেকে সিডনি, দীর্ঘতম বিরতিহীন বিমান-যাত্রা


নিউইয়র্ক থেকে সিডনি, দীর্ঘতম বিরতিহীন বিমান-যাত্রা

কান্তাস এয়ারলাইন নিউইয়র্ক থেকে সিডনি পর্যন্ত এই প্রথম বাণিজ্যিকভাবে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর মধ্যদিয়ে একটি বিমান ও এর যাত্রীদের দীর্ঘ যাত্রার মানসিক ও শারীরিক-সীমার পরীক্ষাও হবে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এ-বছর অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনের পরিকল্পিত তিনটি ‘দীর্ঘ বিমানযাত্রার’ প্রথমটিতে গবেষকরা ১৯ ঘণ্টার বিরতিহীন যাত্রায় যাত্রীদের ওপর এর প্রভাব পর্যবেক্ষণ করবেন।

সর্বোচ্চ ৪০ যাত্রী ও ক্রু নিয়ে বোয়িং ৭৮৭-৯ ফ্লাইটটির এই শুক্রবার নিউইয়র্ক ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যাত্রীদের অধিকাংশ কান্তাসের কর্মী। এই দীর্ঘ পথ অতিক্রম করে রোববার সকালে বিমানটির অস্ট্রেলিয়ায় অবতরণের কথা রয়েছে।

সিডনিতে পৌঁছাতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমানটিকে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। যাত্রা শুরুর পরে বিমানটিতে যাতে পুনরায় জ্বালানি নিতে না হয় - সেজন্য এতে পর্যাপ্ত জ্বালানি রাখার ব্যবস্থা রয়েছে।

এর আগে কোন এয়ারলাইন এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি বলে জানিয়েছেন কান্তাস সিইও অ্যালান জইস।

Loading...