loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

পিছিয়েছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো


পিছিয়েছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে সারাবিশ্বেই। এবার সে-লড়াই দেখতে অপেক্ষা বাড়লো ভক্তদের। ক্যাটালুনিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচটি পিছিয়ে ডিসেম্বরে আয়োজন করতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এমন সংবাদই ফলাও করে প্রচার করা হয়েছে স্পেনের সংবাদ মাধ্যমগুলোতে।

চলতি মাসের ২৬ তারিখে মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচ হওয়ার কথা। এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেওয়ার কথা ক্যাটালান ক্লাব বার্সেলোনার। কিন্তু ক্যাটালুনিয়ায় স্বাধীনতাকামীদের আন্দোলনের কারণে স্থিতিশীল নয় সেখানকার অবস্থা। যেকোনো ধরনের ক্ষতির আশঙ্কা এড়াতে ম্যাচটি পিছিয়ে নিয়েছে  লা লিগা কমিটি।

এল ক্লাসিকো সম্ভাব্য সময় হতে পারে ডিসেম্বরের ১৮ তারিখ; তবে তা নিশ্চিতভাবে জানা যাবে আগামী সপ্তাহে। মূলত, দেশটির সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকের পরে এমন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

গত চারদিন ধরে ক্যাটালুনিয়ায় বিক্ষোভ করছে স্থানীয় জনগণ। দফায় দফায় নিরাপত্তা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলছে। আগামী ২৬ অক্টোবরের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছে না লা লিগা কর্তৃপক্ষ। এমনকি সেদিন বার্সেলোনায় বিশাল বিক্ষোভ মিছিল বের হবে জানা গেছে। তাই একই দিনে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ন্যু ক্যাম্পে হওয়াটা ঝুঁকিপূর্ণই বটে।

গত সোমবার ক্যাটালুনিয়ার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হলে সেখানে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে।

Loading...