loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

তৃতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে জিতেছে নিউজিল্যান্ড


তৃতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে জিতেছে নিউজিল্যান্ড

মঙ্গলবার (৫ নভেম্বর) নেলসনে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে জিতেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে পরাজয়ের পরে টানা দু’টিতে জিতে স্বাগতিক দেশটি এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল চড়াও হন প্রতিপক্ষের বোলারদের ওপর। উদ্বোধনী জুটিতে ৩.৫ ওভারে আসে ৪০ রান, যেখানে তাঁর অবদান ৩৩। ১৭ বলের ইনিংসে সাতটি চার মেরে প্যাট ব্রাউনকে ফিরতি ক্যাচ দেন গাপটিল। এরপর দলীয় ৪২ রানে টম কারানের ডেলিভারিতে বিদায় নেন আরেক ওপেনার কলিন মুনরো। টিকতে পারেননি টিম সেইফার্টও। তাঁর উইকেটটি নেন অভিষিক্ত ম্যাট পার্কিনসন।

৬৯ রানে তিন উইকেট হারানো কিউইরা এরপর পায় তাঁদের ইনিংসের সেরা জুটি। চতুর্থ উইকেটে ৪৪ বলে ৬৬ রান যোগ করেন কলিন ডি গ্র্যান্ডহোম ও রস্ টেইলর। এতে বড় সংগ্রহের পথ পেয়ে যায় নিউজিল্যান্ড। আগ্রাসী ব্যাটিংয়ে ডি গ্র্যান্ডহোম তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। ৩৫ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৫৫ রান করেন তিনি। তাঁকে ফেরান টম কারান। সঙ্গী হারিয়ে টেইলরও মাঠ ছাড়েন দ্রুত। ২৪ বলে ২৭ রান আসে তাঁর ব্যাট থেকে।

শেষদিকে জিমি নিশামের ১৫ বলে ২০ ও মিচেল স্যান্টনারের নয় বলে ১৫ রানের সুবাদে নিউজিল্যান্ড সাত উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। 

ইংল্যান্ডের হয়ে ২৯ রানে রানে দুই উইকেট পেয়েছেন টম কারান। অবশ্য বেধড়ক মার খেয়েছেন পেসার সাকিব মাহমুদ। টেইলরের উইকেট নিলেও খরচ করেছেন ৪৯ রান।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড শুরু থেকেই ছিল উদ্দীপ্ত। অভিষেক ম্যাচ খেলতে নামা টম ব্যান্টন ও ডাভিড মালান প্রতিপক্ষ বোলারদের পরীক্ষায় ফেলেন। তবে ব্যান্টনকে বেশিদূর এগোতে দেননি টিকনার। ১০ বলে দুই চার ও এক ছয়ে ১৮ রান করেন তিনি। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় ইংলিশরা। এরপর ভিন্সের সঙ্গে ৪৫ বলে ৬৩ রানের জুটি গড়েন মালান। তিনি করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। ৩৪ বলে আট চার ও এক ছয়ে ৫৫ রান করে ইশ সোধির শিকার হন মালান।

তৃতীয় উইকেটে অধিনায়ক মরগানকে নিয়ে ভিন্স ২৮ বলে ৪৯ রান যোগ করেন। তখন ম্যাচ ছিল ইংলিশদের পক্ষেই। কিন্তু পঞ্চদশ ওভারের শেষ বলে ১৩ বলে দুই ছয়ে ১৮ রান করা মরগান স্যান্টনারের বলে আউট হলে বদলে যায় চিত্র। পরের ওভারে মাত্র তিন রান দিয়ে স্যাম বিলিংসকে সাজঘরে পাঠান সাউদি। সপ্তদশ ওভারে পাঁচ রানের বিনিময়ে ভিন্সের গুরুত্বপূর্ণ উইকেট নেন পেসার টিকনার। ভিন্স ৩৯ বলে চার চার ও এক ছয়ে ৪৯ রান করেছেন।

অষ্টাদশ ওভারে নিজের বিধ্বংসী রূপ দেখান ফার্গুসন। তিন রান খরচায় সাজঘরে ফেরান লুইস গ্রেগরি ও স্যাম কারানকে। ফলে মাত্র ১০ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল তাঁদের। তবে সাউদি আরেকটি দুর্দান্ত ওভার করে মাত্র চার রান দেন। তাতে সাত উইকেটে ১৬৬ রানে থামতে হয়েছে সফরকারী দলকে।

সাউদি চার ওভারে ২৮ রান দিয়ে উইকেট পাননি। টিকনার ও ফার্গুসন দুজনেই ২৫ রানে দুইটি করে উইকেট শিকার করেছেন।

এদিন ম্যাচ-সেরা হয়েছেন ডি গ্র্যান্ডহোম।

আগামী ৮ নভেম্বর নেপিয়ারে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

Loading...