loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

জাবি বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল


জাবি বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিবাদে হলগুলো থেকে ছাত্রীরা বের হয়ে আন্দোলনকারীদের মিছিলে যোগ দেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এর আগে, জাবি শাখা ছাত্রলীগ-সদস্যরা মিছিল করে এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল খালি করার নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিভিন্ন হল থেকে ছাত্রীরা বের হয়ে আসেন। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম হয়ে মিছিল করে উপাচার্যের বাসভবনের দিকে যেতে থাকেন। অন্যদিকে, হামলার পর থেকেই উপাচার্যের বাসভবনের আশপাশে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে রয়েছেন বলে সংবাদে প্রকাশ।

Loading...