loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

মরগান ও মালানের নৈপুণ্যে সিরিজে ফিরলো ইংল্যান্ড


মরগান ও মালানের নৈপুণ্যে সিরিজে ফিরলো ইংল্যান্ড

নেপিয়ারে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ করে নিউজিল্যান্ডকে ৭৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ২-২ সমতায় ফিরলো সিরিজ।

শুক্রবার (৮ নভেম্বর) আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটে ঝড় তোলেন ডেভিড মালান ও দলপতি ইয়ন মরগান। ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ইংলিশরা করেছে ২৪১ রান। জবাবে ১৬.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড ১৬৫ রান করতে পেরেছে।

ইংলিশ ওপেনার টম ব্যান্টন ২০ বলে ৩০ রান করে বিদায় নেন। তাঁর আগে আট রানে বিদায় নেন জনি বেয়ারস্টো। এরপর তৃতীয় ইউকেট জুটিতে ১৮২ রান যোগ করেন মলান-মরগান। ৫১ বলে ৯টি চার আর ৬টি ছক্কায় মালান অপরাজিত থাকেন ১০৩ রানে।

মরগান ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৪১ বলে ৯১ রান। তাঁর দারুণ ইনিংসটিতে ছিল সাতটি করে চার ও ছক্কার মার। ইংলিশদের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি করেন মরগান, আর মালান করেছেন দ্রুততম শতরান। ২১ বলে অর্ধ শতরানের দেখা পান মরগান। ৩১ বলে ফিফটি করার পর ৪৮ বলে সেঞ্চুরি তুলে নেন মালান।

স্বাগতিক পেসার টিম সাউদি একটি আর মিচেল স্যান্টনার দুটি উইকেট পেয়েছেন।

২৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ১৪ বলে ২৭, কলিন মুনরো ২১ বলে ৩০ রান করেন। কলিন ডি গ্রান্ডহোম সাত, রস্ টেইলার ১৪, স্যান্টনার ১০ রান করে বিদায় নেন। ভারপ্রাপ্ত অধিনায়ক টিম সাউদি ১৫ বলে দুই চার ও চার ছক্কায় ৩৯ রান করেছেন।

ইংলিশদের হয়ে চার ওভারে ৪৭ রান খরচায় চারটি উইকেট শিকার করেছেন পার্কিনসন। ক্রিস জর্ডান দু’টি, স্যাম কুরান একটি, টম কুরান একটি, ব্রাউন একটি করে উইকেট পেয়েছেন।

দু’দলের সিরিজ-নির্ধারণী শেষ ম্যাচটি হবে আগামী রোববার অকল্যান্ডে।

Loading...