loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন করা হবে: মন্ত্রী


ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসন করা হবে: মন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তান্ডবে ১৬ জেলার ৫০,৫০৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করা হবে।

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ২৬৩ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য মোতাবেক ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৪২২ হাজার ৮৩৬ হেক্টর, ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ ৭২,২১২ মেট্রিকটন। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও ২৬৩ কোটি ৫ লাখ টাকা। মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫০,৫০৩ জন।”

আব্দুর রাজ্জাক আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ফসলের ক্ষয়ক্ষতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ-কথা জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

কৃষিমন্ত্রী বলেন, ঘুর্ণিঝড়ে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। অতিরিক্ত কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। নতুনভাবে বরাদ্দকৃত অর্থ দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে পৌঁছে দেয়া হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের শুধু ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশেই নয়, সকল কৃষকদের সুযোগ সুবিধা নিয়মিত দেখভালের দিকনির্দেশনা দেয়া হয়েছে।

Loading...