loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রোনাল্ডোর হ্যাটট্রিকে পর্তুগালের গোল-উৎসব


রোনাল্ডোর হ্যাটট্রিকে পর্তুগালের গোল-উৎসব

২০২০ ইউরো ফুটবল বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ঘরের মাঠে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে গোল-উৎসব করেছে পর্তুগাল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ফার্নান্ডো সান্তোসের শিষ্যরা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে দুর্বল লিথুয়ানিয়াকে।

দুর্দান্ত এই হ্যাটট্রিকে দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি করার পথে রোনাল্ডো। পর্তুগালের হয়ে ৯৮ গোল করেছেন ৩৪ বছর এই বয়সী তারকা। আগামী রোববার লুক্সেমবার্গের বিপক্ষে দুই গোল করতে পারলেই ফুটবল-ইতিহাসে আন্তর্জাতিক গোলের দ্বিতীয় সেঞ্চুরি করবেন সিআর সেভেন। এছাড়া আর ১১ গোল করলেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ইরানের আলি দায়িকে ছুঁয়ে ফেলবেন এই ইউভেন্টাস-ফরোয়ার্ড। 

রেকর্ড ১০৯ গোল নিয়ে এখন শীর্ষে রয়েছেন আলি দায়ি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই যেন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছেন রোনাল্ডো। জাতীয় দলে হয়ে পর্তুগাল-অধিনায়কের এটি নবম হ্যাটট্রিক। এরমধ্যে সাতটি হ্যাটট্রিক-ই এসেছে ত্রিশতম জন্মদিনের পরে।

এদিন লিথুয়ানিয়ার বিরুদ্ধে সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল-উৎসব শুরু করেন তিনি। এরপর ২২ ও ৬৫ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। পর্তুগালের হয়ে বাকি তিন গোল করেছেন আফোন্সো ফার্নান্দেজ (পিসি), গনকালো পেশেন্সিয়া ও বার্নার্ডো সিলভা। 

দুর্দান্ত এই জয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। সাত ম্যাচে দলটির পয়েন্ট ১৪। আর একটি জয় পেলেই ইউরোর মূল পর্বে জায়গা করে নেবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন দেশটি।

Loading...