loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত


চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত

চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড সড়ক এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরে দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন গণমাধ্যমকে জানান, একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের দু’টি দেয়াল ধসে পড়েছে। এ-সময় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন বলেছেন, ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দেয়ালের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পরে আহত অবস্থায় প্রথমে ১৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে সাতজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Loading...