loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ-সভা


মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ-সভা

দেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) ভাসানী ঐক্যজোট ও ন্যাপ ভাসানী জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ-সভা আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যজোটের আহ্বায়ক বঙ্গদ্বীপ এম. এ ভাসানী। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, মাওলানা ভাসানী কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাটা জীবন কাজ করেছেন। তিনি বলেন, “ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁদের সমসাময়িক নেতারা ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তাঁরা সাধারণ মানুষের কল্যাণ এবং একই সঙ্গে সমাজ ও দেশকে বদলে দেয়ার জন্য রাজনীতি করেছেন।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ ইউনিটের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও এম এ করিম এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

এছাড়া, রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক মিলু এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Loading...