loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ইউরো বাছাই: আর্মেনিয়াকে নয় গোলে ভাসিয়েছে ইতালি


ইউরো বাছাই: আর্মেনিয়াকে নয় গোলে ভাসিয়েছে ইতালি

ইউরো ২০২০ বাছাইপর্বে ইতালিকে সবচেয়ে সফল দল বলাই যায়। সোমবার (১৮ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চূড়ান্ত ছাপ রেখে পেয়েছে বিশাল জয়। ‘জে’ গ্রুপে শেষ ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে আজ্জুরিরা। আগেই মূলপর্ব নিশ্চিত করা দেশটি শতভাগ জয়ের রেকর্ডও গড়লো। এদিন ইতালির হয়ে জোড়া গোল করেছেন চিরো ইমোবিলে ও নিকোলো জানিওলো।

ম্যাচের অষ্টম মিনিটে ইমোবিলের গোলে এগিয়ে যায় ইতালি (১-০)। এক মিনিট পরেই ইমোবিলের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জানিওলো (২-০)। ২৯তম মিনিটে দূর পাল্লার শটে ব্যবধান বাড়ান নিকোলো বারেলা (৩-০)। চারমিনিট পরে নিজের দ্বিতীয় গোল করেন ইমোবিলে (৪-০)। চারগোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।

৬৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন জানিওলো (৫-০)। আট মিনিট পরেই গোলের দেখা পান আলেসিও রোমানিয়োলি (৬-০)।

তিন মিনিট পরে পেনাল্টি থেকে দলের সপ্তম গোলটি করেন মিডফিল্ডার জর্জিনিয়ো। ৭৭ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে হেডে ব্যবধান আরও বাড়ান রিকার্ডো ওরসোলিনি (৮-০)। ৭৯তম মিনিটে আর্মেনিয়ার অ্যাডগার বাবায়ান এক গোল শােধ করেন (১-৮)। দুই মিনিট পরে ফেদেরিকো কিয়েজা করেন ইতালির নবম গোল (৯-১)।

এবারের বাছাইপর্বে ১০ ম্যাচে ৩৭ গোল করলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি; অন্যদিকে হজম করেছে মাত্র চার গোল। ১০ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট অর্জন করেছে দলটি। এই গ্রুপ থেকে ইতালির সঙ্গে মূলপর্বে যাচ্ছে ফিনল্যান্ড।

Loading...