loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চট্টগ্রামে পাঠাও-এর হেলমেট বিতরণ


চট্টগ্রামে পাঠাও-এর হেলমেট বিতরণ

যাত্রী ও চালকদের সড়ক-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে গত ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস উপলক্ষ্যে পাঠাও ও এটুআই-এর যৌথ উদ্যোগে সেফটি ফার্স্ট ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় সোমবার (১৮ নভেম্বর) অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও লিমিটেড চট্টগ্রামে স্থানীয় মোটর সাইকেল চালকদের মাঝে বিনামূল্যে এক হাজারেরও বেশি হেলমেট বিতরণ করেছে। যাত্রী ও চালকদের হেলমেট ব্যবহারে সচেতন করতেই পাঠাও-এর এই উদ্যোগ।

হেলমেট বিতরণের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমির জাফর, ডেপুটি পুলিশ কমিশনার ট্র্যাফিক (দক্ষিণ)। তিনি বলেন, “বর্তমানে সড়কপথে মোটরযানের সংখ্যা, যাত্রী এবং যানবাহনের গতি বৃদ্ধি পাওয়ায় সড়ক নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের পাশাপাশি মোটর সাইকেল চালক, গাড়ি চালক, পথচারী, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি। নিজের নিরাপত্তা শুরু হোক নিজের সচেতনতার মাধ্যমে।”

হেলমেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ট্র্যাফিক (উওর) - মোঃ মিজানুর রহমান, পাঠাও -এর প্রধান মার্কেটিং ম্যানেজার সায়েদা নাবিলা মাহাবুব, পাঠাও -এর চট্টগ্রাম ও সিলেটের অপারেশন্স প্রধান ইশফাক চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রিপোর্টার ও সাংবাদিকবৃন্দ।

সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাঠাও। যাত্রী ও চালকদের অধিক নিরাপত্তার জন্য পাঠাও এ-পর্যন্ত ২৬,০০০-এরও বেশি হেলমেট বিতরণ করেছে।

শীঘ্রই সিলেটেও হেলমেট বিতরণের কার্যক্রম শুরু করা হবে। পাঠাও সর্বদা এর রাইডার ও ব্যবহারকারীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে থাকে। মোটর সাইকেল ও গাড়ি চালকদের   সুরক্ষা নিশ্চিত করতে স্বতস্ফূর্তভাবে কাজ করে চলেছে পাঠাও।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...