loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

গণপরিবহন সংকট, ভোগান্তিতে রাজধানীবাসী


গণপরিবহন সংকট, ভোগান্তিতে রাজধানীবাসী

সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়ণের পর থেকে অখুশি দেশের গণপরিবহন শ্রমিকরা। কারণ, নতুন আইনে জরিমানা পরিমাণ বেড়েছে প্রায় চারগুণ, শাস্তিও বেড়েছে। মূলত এ-কারণেই অসন্তুষ্ট পরিবহন শ্রমিকেরা। এই আইন প্রত্যাহারের দাবিতে বুধবার (২০ নভেম্বর) থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। আর এরই প্রভাবে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেক কম দেখা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় ভোগান্তির চিত্র দেখা গেছে। এদিন সড়কগুলোতে যানজট ছিল না বললেই চলে। গণপরিবহনের অপেক্ষায় যাত্রীরা ভিড় করছেন যত্রতত্র। বাস না-পেয়ে হেঁটেই রওনা দিয়েয়েন অনেকে। ডেকে ডেকে ভাড়া নির্ধারণ করে মোটরসাইকেল ও প্রাইভেটকার দিয়ে রাইড শেয়ারও করেছেন অনেকেই। এক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে।

মিরপুর থেকে মতিঝিলগামী একটি বাসের চালক বলেছেন, মিরপুর ১২ নম্বর থেকে গাড়ি ১০ নম্বরে যেতেই মামলা “খাওয়া লাগে”। গাড়ির কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকার পরেও “কোনো না কোনো দোষ ধরে” পুলিশ মামলা দেবেই।

জানা গেছে, এই আইন প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে ধর্মঘট হলেও বেশিরভাগ বাস-চালক গতকাল মঙ্গলবার থেকেই গাড়ি রাস্তায় নামাননি। কয়েকজন পরিবহন-শ্রমিক বলেছেন, শ্রমিক-নেতারা তাঁদের গাড়ি চালাতে “নিষেধ” করেছেন। বুধবার থেকে পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে - তাঁরা এতটুকুই  জানেন, এর চেয়ে বেশি জানেন না।

গণপরিবহন সংকটে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। বাস কম থাকায় দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। অনেকে আবার হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন নারীরা।

রাস্তায় গণপরিবহনের সংকট থাকায় উবার, পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিংয়ে রাইডারদের চাহিদা বেড়েছে গেছে অনেক বেশি। কিন্তু বেশিরভাগ মোটরসাইকেল রাইডার অ্যাপ্স ছাড়াই সরাসরি যাত্রীদের সঙ্গে ভাড়া ঠিক করে যাচ্ছেন। ফলে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।

Loading...