loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ইউরো ২০২০-এর চূড়ান্ত পর্বে ওয়েল্স


ইউরো ২০২০-এর চূড়ান্ত পর্বে ওয়েল্স

অ্যারন রামসের দুই গোলে হাঙ্গেরিকে ২-০ ব্যবধানে পরাজিত করে ইউরো ২০২০’র চূড়ান্ত পর্বে উত্তরণ নিশ্চিত করেছে ওয়েল্স। এই জয়ে শেষ দল হিসেবে বাছাইপর্ব থেকে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো দেশটি। অন্যদিকে ইতালির পরে বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে ইউরোর টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। মঙ্গলবার (১৯ নভেম্বর) তাঁরা সাইপ্রাসকে শেষ ম্যাচে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

কার্ডিফ সিটি স্টেডিয়ামে ইউভেন্টাসের তারকা মিডফিল্ডার রামসে ১৫ ও ৪৭ মিনিটে ওয়েল্সের গোল দু’টি করেন। এই জয়ে রায়ান গিগসের দল গ্রুপ-ই’তে শীর্ষ স্থানে থাকা ক্রোয়েশিয়ার থেকে তিন পয়েন্ট পিছিয়ে আট ম্যাচে ১৪ পয়েন্টসহ দ্বিতীয় দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে। এই গ্রুপের অন্য ম্যাচে আজারবাইজানকে ২-০ গোলে পরাজিত করে ওয়েল্সের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্লোভাকিয়াকে।

গত সিরি-এ মৌসুমে ইনজুরির কারণে প্রায় সময়ই মাঠের বাইরে কাটাতে হয়েছে রামসেকে। একই কারণে বাছাইপর্বের শেষ ম্যাচে তিনি প্রথমবারের মতো মূল একাদশে খেলতে নেমেছিলেন। কিন্তু তাঁর খেলা দেখে মনেই হয়নি আঘাতের কারণে তিনি দীর্ঘদিন বিশ্রামে ছিলেন।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে রামসে বলেছেন, “বাছাইপর্বে আমি অনেকগুলো ম্যাচ খেলতে পারিনি। কিন্তু আজ রাতে দুই গোল করে আগের অনুপস্থিতি বুঝতে দেইনি। ইউরো ২০১৬ আসরে ফ্রান্সে আমরা খেলেছিলাম। আবারো মূলপর্বে খেলতে পেরে আমরা সত্যিই গর্বিত।”

আজারবাইজানের বিপক্ষে শনিবারের জয়ী ম্যাচটিতে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বদলী হিসেবে মাত্র ৩০ মিনিট মাঠে ছিলেন। মঙ্গলবার প্রথম থেকেই তিনি নিজেকে মেলে ধরতে ব্যস্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় ১৫ মিনিটে গ্যারেথ বেলের নিখুঁত ক্রস থেকে ওয়েল্সকে এগিয়ে দেন রামসে। দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মধ্যে কিয়েফার মুরের পাস থেকে রামসে ব্যবধান দ্বিগুণ করলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। তবে ওয়েল্সের এই জয়ে গোলরক্ষক ওয়েইন হেনেসিকে কৃতিত্ব দিতেই হয়। বিরতির ঠিক আগে হাঙ্গেরির ডোমিনিক সোজোবোসলাই ও রোলান্ড সালায়ির দু’টি শট অসাধারণ দক্ষতায় আটকে দিয়ে তিনি ওয়েল্সকে রক্ষা করেছেন।

এই জয়ে বাছাইপর্ব থেকে ২০তম দল হিসেবে সরাসরি পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো ওয়েল্স। 

২৪ দেশ নিয়ে আগামী বছর ইউরোপের ১২টি ভিন্ন শহরে মূলপর্বের খেলা হবে। বাকি চারটি দল আগামী বছর মার্চে প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে।

আগামী বছর ১২ জুন থেকে অনুষ্ঠেয় এই আসরের অন্যতম ফেভারিট বেলজিয়াম সাইপ্রাসকে ৬-১ গোলে উড়িয়ে বাছাইপর্বের মিশন শেষ করেছে। একইসাথে ১০ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই তাঁরা চূড়ান্ত পর্বে মাঠে নামবে। ম্যাচে ক্রিস্টিয়ান বেনেটেক দুই গোল করেছেন। ক্রিস্টাল প্যালেসের এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত গোল না পেলেও ১৬ মিনিটে বেলজিয়ামের পক্ষে গোলের সূচনা করেন। এর দুই মিনিট আগে অবশ্য নিকোলাস ইয়োনো দারুণ এক গোলে সাইপ্রাসকে এগিয়ে দেন। ৬৮ মিনিটে কেভিন ডি ব্রুইনার বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন। এর মাঝে অবশ্য ডি ব্রুইনা নিজেও দুই গোল করেছেন। বাকি গোল দু’টির মধ্যে একটি করেছেন ইয়ানিক কারাসকো ও অন্যটা এসেছে কাইপ্রস ক্রিস্টোফরার আত্মঘাতি গোল থেকে।

মঙ্গলবারের বড় এই জয়ের মাধ্যমে রবার্তো মার্টিনেজের দল বাছাইপর্বে সর্বোচ্চ ৪০ গোল করার কৃতিত্ব দেখালো। অর্থাৎ, বেলজিয়াম প্রতি ম্যাচে গড়ে অন্তত চার গোল করেছে।

গ্রুপ-আই’তে বেলজিয়ামের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়া শেষ ম্যাচে সান মারিনোকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।

এছাড়া জার্মানি ও নেদারল্যান্ডস্ও বড় জয় তুলে নিয়েছে। জার্মানি নর্দার্ন আয়ারল্যান্ডকে ৬-১ গোলে ও নেদারল্যান্ডস ৫-০ গোলে এস্তোনিয়াকে উড়িয়ে দিয়ে বাছাইপর্ব শেষ করেছে।

Loading...