loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

৪০-এ মাইল্স: শেষ হলো আন্তর্জাতিক আয়োজন


৪০-এ মাইল্স: শেষ হলো আন্তর্জাতিক আয়োজন

এ-বছর ৪০-এ পা দিয়েছে বাংলাদেশের ব্যান্ডদল মাইল্স। দীর্ঘ চার দশকের এই মাইলফলকে পৌঁছানোকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় দলটি; তার অন্যতম হচ্ছে বিশ্ব ভ্রমণের মাধ্যমে উদযাপন। সম্প্রতি অস্ট্রেলিয়া কনসার্টের মাধ্যমে শেষ হলো মাইল্স-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক আয়োজন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া মিলে ২৮টি কনসার্ট করেছে মাইল্স। এর মধ্যে ১৮টি যুক্তরাষ্ট্রে, সাতটি কানাডায় এবং তিনটি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে। টানা এত বড় বিদেশ সফর বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটাই প্রথম।

অস্ট্রেলিয়ায় কনসার্টের মাধ্যমে শেষ হয়েছে তাঁদের এই সফর। অস্ট্রেলিয়ায় প্রথম কনসার্ট ছিল ১৯ অক্টোবর সিডনিতে, এরপর ২৬ অক্টোবর ব্রিসবেনে এবং ২ নভেম্বর মেলবোর্নে। চার মাসের এই ট্যুরে উত্তর আমেরিকার বাল্টিমোরে বঙ্গ সম্মেলনেও পারফর্ম করে মাইল্স। এটা বাংলাদেশের কোনো ব্যান্ডের বঙ্গ সম্মেলনে প্রথম অংশগ্রহণ।

চলতি বছরের ১৭ জুন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্যান্ডটি। যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে শুরু হয়ে কানাডার পরে অস্ট্রেলিয়ায় মাধ্যমে শেষ হয় মাইল্স-এর আন্তর্জাতিক সফর।

মাইল্স-এর  অন্যতম ভোকাল ও গিটারিস্ট হামিন আহমেদ একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, “মাইল্স-এর  ৪০ বছর উপলক্ষে আমরা বলেছিলাম ওয়ার্ল্ড ট্যুর দিয়ে উদযাপন শুরু করবো। সেটা খুব সুন্দরভাবেই সম্পন্ন করে দেশে ফিরেছি আমরা। ২১ জুন আমরা উড়াল দিয়েছিলাম। আর বাংলাদেশে ফিরেছি ৫ নভেম্বর। চার মাসে দেশের বাইরে মাইল্স যে ভালোবাসা পেল, তা দেখে অভিভূত আমরা। আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশে সবাই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝে তাঁরা অফিস ছুটি নিয়ে মাইলসের কনসার্টে আসেন। হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি আমরা। দেশগুলোতে মাইল্স-এর  কেমন ফ্যান সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না।”

ওয়ার্ল্ড ট্যুরের পর এবার বাংলাদেশে আয়োজনের মাধ্যমে ৪০ বছর উদযাপন করবে মাইল্স। এ-বিষয়ে খুব দ্রুতই সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন হামিন আহমেদ।

৪০ বছর ধরেই মাইল্স গান করছে। তাঁদের রয়েছে ১১টি অ্যালবাম। পাশাপাশি চারটি বেস্ট অফ অ্যালবাম প্রকাশ করেছে দলটি। এরমধ্যে ভারত থেকে দু’টি এবং যুক্তরাষ্ট্র থেকে দু’টি। বাংলাদেশি ব্যান্ড হিসেবে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম শো করে মাইল্স।

Loading...