loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দিন-রাত্রির টেস্টে টাইগাররা ১০৬ রানে অলআউট


দিন-রাত্রির টেস্টে টাইগাররা ১০৬ রানে অলআউট

ভারতের বিপক্ষে দিন-রাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বাগতিক দলের পেস আক্রমণে মাত্র ১০৬ রানেই অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপে সন্ধ্যার আগেই ৩০.৩ ওভারে গুটিয়ে যায় টাইগাররা।

শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্স-এ গোলাপি বলে প্রথমে ব্যাট হাতে নেমে দেখেশুনেই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাস ও ইমরুল কায়েস। ছয় ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন তাঁরা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত চার আউট হন ইমরুল।

দলীয় ১৫ রানে প্রথম উইকেট পতনের পরে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ৬০ রানের মধ্যে ছয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক মোমিনুল হক-মোহাম্মদ মিথুন-মুশফিকুর রহিম শূন্য রান করে ফিরেছেন। সাদমান ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদ ছয় রান করে আউট হন।

নৈশভোজ বিরতির আগে ২৪ রানে আহত-অবসর নেন লিটন দাস। পরবর্তী সময়ে আর ব্যাট হাতে নামতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নেমে আট রান করেছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া নাইম হাসান ১৯, এবাদত হোসেন এক, আবু জায়েদ শূন্য রানে আউট হন। আল-আমিন এক রানে অপরাজিত থাকেন।

ভারতের ইশান্ত শর্মা ২২ রানে পাঁচ উইকেট পেয়েছেন। এছাড়া উমেশ যাদব তিনটি ও মোহাম্মদ সামি দুইটি উইকেট শিকার করেছেন।

ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবারের মতো দিন-রাত্রির টেস্ট খেলছে বাংলাদেশ ও ভারত।

Loading...