loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

প্রিমিয়ার লিগে ম্যানইউকে জিততে দেয়নি শেফিল্ড


প্রিমিয়ার লিগে ম্যানইউকে জিততে দেয়নি শেফিল্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ রোমাঞ্চকর এক ম্যাচ হয়ে গেলো রোববার (২৪ নভেম্বর)। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে মাত্র সাত মিনিটের মধ্যে তিন গোল করে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ মিনিটে ফের গোল হজম করে জয়-বঞ্চিত হয়েছে ওলে গানার সোলশারের শিষ্যরা। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

শেফিল্ডের মাঠে এদিন ম্যানইউ ১৯ মিনিটে পিছিয়ে পড়েছিল। গোলরক্ষক ডেভিড ডি গায়ার ফেরানো বলে শট করে গোল করেন জন ফ্লেক (১-০)। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেফিল্ড। ৫২ মিনিটে আরও একটি গোল হজম করে ম্যানইউ। দূর পাল্লার শটে জাল স্পর্শ করেন লিস মুসে (২-০)।

এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারী দল। ৭২-৭৯ মিনিটের মধ্যে তিনটি গোল করে ক্লাবটি। ৭২ মিনিটে ব্র্যান্ডন উইলিয়াম্সের গােলের পরে ৭৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের দারুণ ক্রস গোলমুখে পেয়ে বল জালে পাঠান বদলি হয়ে নামা তরুণ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড (২-২)। ৭৯তম মিনিটে বাঁ দিক দিয়ে গোছালো এক আক্রমণে রাশফোর্ড গোল করলে জয়ের সুবাসই পেতে শুরু করে ম্যানইউ (৩-২)। 

যাহােক, নির্ধারিত সময়ের শেষ মিনিটে জটলার মধ্যে বল পেয়ে জালে ছুঁয়ে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন শেফিল্ডের ফরোয়ার্ড ম্যাকবার্নি (৩-৩)।

লিগে ১৩ ম্যাচে চার জয় ও ছয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে শেফিল্ড। এক পয়েন্ট কম নিয়ে নবম স্থানে আছে ম্যানইউ। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৭। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেস্টার সিটি। তিন নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৮।

২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেলসি। পাঁচ নম্বরে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পয়েন্ট ১৯। শেফিল্ডের সমান ১৮ পয়েন্ট বার্নলি ও আর্সেনালেরও। তবে গোল ব্যবধানে যথাক্রমে সাত ও আট নম্বরে আছে ক্লাব দু’টি।

Loading...